শরীয়তপুরে একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী; ভাতা পায়না কেউই !
শরীয়তপুর প্রতিনিধি: জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক পরিবারে চারজন প্রতিবন্ধী থাকলেও কেউ ভাতা পায় না । ওই পরিবারের কর্তাব্যক্তি হলেন আবুল বাসার বেপারী(৬৫)। তার স্ত্রী রসনারা বেগম (৫৫) দৃষ্টি প্রতিবন্ধী। তাদের তিন ছেলে, মাহাবুব (৩৫), টিপু(৩০) ও রুবেল বেপারি(২৫) শারীরিক প্রতিবন্ধী। পরিবারের পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী।
তাদের সংসারে আয়-রোজগারের কেউ নেই বললেই চলে। পুরো সংসারটাই চলে টেনে-টুনে। অর্ধাহার-অনাহারে। মাঝেমধ্যে ওই পরিবারে ভাতও জুটে না। আবুল বাসার বেপারী ঋণ করে সংসার চালাচ্ছেন। উপার্জনের একমাত্র ব্যক্তি এখন অসুস্থ। দিনমজুরের কাজ করে যা পায় তা দিয়েই চলে সংসার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা কাজে না গেলে সেদিন বাড়িতে চুলা জ্বলে না পবিবারটির। ঘটনাটি অজানা বলে দায় এড়ানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তারা শিমুলিয়া গ্রামের দিনমুজুর আবুল বাসার বেপারি জানান, নির্বাচনের সময় সবাই এসে আস্বাস দেন কিন্তু তাদের পরে মনে থাকে না। সরকার যদি ভাতার ব্যবস্থা করে থাকে তাহলে আমার পরিবারের চার জনই প্রতিবন্ধী কেউতো ভাতা পায় না। আমার বয়স হয়েছে, এখন আর আগের মত কাজ করতে পারিনা। ১০টাকা কেজির চালও পাই না। কিন্তু কি করবো ওদের বাচাতে আমার এখনো কাজ করতে হয়। স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী ছিল, আল্লাহ্ আমার সন্তানদেরও শারীরিক প্রতিবন্ধি বানিয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুদ্দিন ঢালী বলেন, আমার বিষয়টি জানা নেই। আমি খোঁজ নিয়ে তাদের ভাতার ব্যবস্থা করবো।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামাল হোসেন বলেন, যদি একই পরিবারের চারজন প্রতিবন্ধী থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে তাদের ভাতার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
শরীয়তপুরে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন!
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা রুমি আক্তার রুমার পরকীয়ায় বাধা দেয়ায়বিস্তারিত পড়ুন
নিখোঁজের ২০ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার !
শরীয়তপুরে নিখোঁজের ২০দিন পরে একটি ডোবা থেকে এক যুবকের লাশবিস্তারিত পড়ুন
শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের হাত থেকে রক্ষা পেল না শিশু রাকিবও
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু রাকিববিস্তারিত পড়ুন