‘শর্ত দিয়ে ধুম্রজাল সৃষ্টি করবেন না’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৌর নির্বাচনে শর্ত দিয়ে ধুম্রজাল সৃষ্টি করবেন না। কারণ নির্বাচন ছাড়া আপনাদের সামনে আর কোনো বিকল্প নাই বলে।
রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে বলেই ৫ জানুয়ারি নির্বাচন দিয়েছিল। কিন্তু বেগম জিয়া নির্বাচনে না এসে অনেক জ্বালাও পোড়াও করেছেন, তার দলকে ছিন্নভিন্ন করে আজকে ভুল বুঝতে পেরে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। কারণ তিনি ভুল করেছিলেন। তার প্রমাণ হল আজকে তিনি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা নির্বাচন বয়কটের মাধ্যমে অনেক মানুষকে পুড়িয়ে মেরেছেন। অনেকের পরিবার ধ্বংস করে দিয়েছেন । অনেক নারীকে বিধবা করেছেন। তারপরও পৌরসভা নির্বাচনে তাকে স্বাগত জানাই। কিন্তু শর্ত দিয়ে দেশে আর ধুম্রজাল সৃষ্টি করবেন না। কারণ নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নাই।
তিনি আরো বলেন, আন্দোলন করে খালেদা ব্যর্থ হয়েছেন। দুনিয়াকে বোঝাতে চেয়েছিলেন এই সরকার অবৈধ, তাও ব্যর্থ হয়েছেন। কিন্তু ষড়যন্ত্রের পথ তিনি এখনো ছাড়েন নাই। দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। কোনো চক্রান্ত করে সফল হতে পারবেন না। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করতে চেয়েছিলেন, রক্ষা করতে পারেন নাই। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন, পারেন নাই।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন দিয়েছেন। চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচনে আসেন, মাঠে লড়াই হবে। দেশের মানুষ আর ধানের শীষে বিশ্বাস করে না। ধানের শীষ মানে হল জ্বালাও পোড়া, ধানের শীষ মানেই জঙ্গি উত্থান, ধানের শীষ মানেই মানুষের উপর নির্যাতন করা, ধানের শীষ মানে জামায়াতে সাথে সখ্যতা, খুনিদের আশ্রয়-প্রশয় দেওয়া। তাই ধানের শীষের আর বাংলার মাটিতে বিজয় হবে না, নৌকার বিজয় হবে। এ সময় মন্ত্রী মরহুম রাশেদ মোশাররফের রাজনীতিতে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক, বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন