শহীদের পরিবর্তে দলে ফিরলেন রুবেল

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েন মোহাম্মদ শহীদ। এই ইনজুরিই ‘কাল’ হয়ে দাঁড়ালো তার। নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন তিনি। শহীদের পরিবর্তে দলে ফিরলেন পেসার রুবেল হোসেন।
গত ২৬ নভেম্বর কুমিল্লার বিপক্ষে দুই ওভার বল করেছিলেন শহীদ। ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে একটি উইকেটও পেয়েছিলেন তিনি। দুর্ভাগ্য তার। ফিল্ডিং করার সময় বল তাড়া করতে গিয়ে দড়ির সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান শহীদ। ওই সময় ধরাধরি করে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। পরে আর ফিল্ডিং করতে মাঠে নামতে পারেননি।
পরের দিন তার এমআরআই-এর রিপোর্টে জানানো হয়, লিগামেন্টে বড় ধরনের সমস্যা ধরা পড়ে শহীদের। ১৫ দিনের পূর্ণ বিশ্রাম লাগবে তার। ডিসেম্বরে মাঠে নামা সম্ভব নয়। তবে বাংলাদেশ দলের কোচ-কর্তারা আশায় ছিলেন, নিউজিল্যান্ড সফরে হয়তো যেতে পারবেন শহীদ।
শেষ পর্যন্ত সেটা আর হলো না। মোহাম্মদ শহীদের নিউজিল্যান্ড সফরে যাওয়া সম্ভব নয়। ঢাকা ডায়মাইটসের এই পেসারের পরিবর্তে নিউজিল্যান্ড সফরে মাশরাফি-মুশফিক-তামিম-সাকিবদের সঙ্গী হলেন রুবেল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন