মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শহীদ মিনার থেকে বইমেলায় মানুষের স্রোত

প্রতি বছরের মতো এবারও অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেগে উঠেছে মানুষ। রাজধানীর সব সড়কে জনস্রোত এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারমুখী। অনেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ছুটছেন কাছেই বাংলা একাডেমিতে বইমেলা প্রাঙ্গণে।

গত ১ফেব্রুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা উদ্বোধন করেন। কয়েক বছর ধরে বইমেলার ব্যাপ্তি বাড়ানো হচ্ছে। বাংলা একাডেমির পাশাপাশি মেলাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। এখন শহীদ মিনার এলাকা থেকে মানুষের ভিড় ছড়িয়ে পড়েছে গোটা ঢাবি ক্যাম্পাসে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলা অভিমুখে মানুষের ঢল নেমেছে। মেলাপ্রাঙ্গনে দর্শণার্থীদের ভিড় চোখে পড়ার মত।

এর আগে একুশ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে শহীদ মিনারে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে একটি রুট-ম্যাপ প্রকাশ করে। এতে বলা হয়, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চাঁনখার পুল হয়ে শুধু প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেইট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন। আর কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন। এছাড়াও চাঁনখার পুল এলাকা থেকে বকশি বাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। পাশাপাশি জনসাধারণের যাতায়াতের জন্য টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিব বাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চাঁনখার পুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

রুট বাধ্যবাধকতার কারণে শহীদ মিনারে আসা অনেককেই দোয়েল চত্বরের সম্মুখে রফিক তোরণ দিয়ে বের হয়ে নিজ নিজ গন্তব্যস্থলের দিকে যেতে হচ্ছে। বইমেলায় যাওয়ার পথও এদিকেই।

গুলশান থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা দোয়েল চত্ত্বরের সামনে এ প্রতিবেদককে বলেন, ‘এবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের দিনটি সুন্দর হওয়াতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। কারণ, এবার একুশে ফেব্রুয়ারির আগের দুটি দিন ক্যালেন্ডার ক্রমে পড়েছে শুক্র ও শনিবার। আর দিবসটি পড়েছে রোববার। তাই বিস্তর ছুটি পেয়েছি। এ কারণে আজ সবাইকে নিয়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এখন বইমেলার দিকে যাচ্ছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া