শাকিব-অপুর বিয়ে নিয়ে ফোনে যা বললেন বুবলি!

শাকিব খানের সঙ্গে বিয়ে, সংসার ও সন্তান নিয়ে অপু বিশ্বাস গতকাল সোমবার বিকেলে মুখ খোলার পর থেকেই আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার বর্তমানে আলোচিত নায়িকা শবনম বুবলিও। শাকিব ও অপুর সংসারে সম্পর্কের টানাপোড়েনের কারণ হিসেবে বারবার উঠে আসে এই নায়িকার নাম। গতকাল সারা দিন তাঁর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অবশেষে আজ সকালে ফোন ধরেন তিনি।
ফোনে বুবলি বলেন, ‘গতকাল সারা দিন যে ইস্যু নিয়ে আমার সঙ্গে সাংবাদিকেরা কথা বলার চেষ্টা করেছেন, সেটা নিয়ে কথা বলার আমি কেউ না। সবাই আমার মন্তব্য জানতে চাইছেন। এখানে ঘটনাটা যাঁদের নিয়ে হচ্ছে, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। সে কারণে ব্যাপারগুলো এড়িয়ে গেছি এবং এখনো যাচ্ছি।’
আপনি তো ফেসবুকে পোস্ট দিয়েছেন? এ প্রশ্নের জবাবে বুবলি বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ফোন করছে, আমি ফোন ধরছি না। আমি ফোন ধরে যদি একটা কথা বলি, হয়তোবা এটা অনেকে ভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারে। অবশ্যই অনেকে ঠিক যেটা বলছি, সেটাই লিখছেন। আবার অনেকে বাজার কাটতির জন্য বক্তব্য রসালো করে উপস্থাপন করছেন।
আমার স্ট্যাটাস দেওয়ার মূল কারণ, আমার ছবিটা নিয়েও কথা এসেছে। অপু বিশ্বাস নিজেই আমার ছবির বিষয়ে কথা বলেছেন, তাই স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছি।’
বুবলি বলেন, ‘আসলে শাকিব খান-অপু বিশ্বাস কী ভাবছেন, কী বলতে চাইছেন- তা নিয়ে কথা বলার আমি কে? আমি চাইছি নিজের কাজগুলো নিয়ে ভাবতে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন