শাকিব খানের পারিশ্রমিক কত?

বাংলাদেশ চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় রাজত্ব করে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রের মুখ হওয়ায় শাকিবের একটা বিশাল ভক্তশ্রেণী তৈরি হয়েছে দেশে। রয়েছে শাকিব খানের নামে একাধিক ফেসবুক ফ্যান ক্লাব। ফেসবুকে সেসব গ্রুপে শাকিবকে নিয়ে নিয়মিত চর্চা হয়। এমনই কয়েকটি গ্রুপে সম্প্রতি নতুন একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কি আলোচনা? পারিশ্রমিক।
শাকিব খানের পারিশ্রমিক এক কোটি দাবি করে বেশ কিছু পোস্ট করা হচ্ছে। কিন্তু ভক্তরা কেন এই দাবি করবে? ভক্তদের দাবি শাকিব অভিনীত সব ছবিই এখন হিট। শুধু হিট না গত দুই ঈদে শাকিব খান অভিনীত সবগুলো ছবি বেশ ভালো ব্যবসা করেছে। ভক্তদের দাবি শাকিব খান বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, শাকিব খানের বর্তমান পারিশ্রমিক ২৫ লাখ টাকা। কিন্তু হুট করে কি পারিশ্রমিক তিন গুণ হয়ে যেতে পারে? উত্তর এক ভক্তই দিয়েছেন, ‘দাবিতে পারিশ্রমিক হয় না। পারিশ্রমিক হয় কাজ আর যোগ্যতায়। বসের সে যোগ্যতা আছে। এভাবে সাইনবোর্ড, ব্যানার টানাইয়া আর বসরে ছোট করিস না’।
বিভিন্ন ফেসবুক গ্রুপে শাকিব খানের পারিশ্রমিক এক কোটি চাই লিখে ব্যানার বানিয়ে প্রচার করা হচ্ছে। তবে ভক্তদের সেই দাবি কতটুকু যুক্তিযুক্ত কিংবা অবান্তর সেটা সময়ই বলে দেব। তবে এ বিষয়ে শাকিব খানের কোন বক্তব্য পাওয়া যায় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন