শাকিব খুব কেয়ারিং

সময়ের সম্ভাবনাময়ী নায়িকা শবনম বুবলী। গ্লামার ও দক্ষতায় আজ চলচ্চিত্রের নায়িকা। অভিষেকটাও চমৎকার, তাও আবার ঈদে জোড়া ছবি দিয়ে। সচেতন, শিক্ষিত ও বিনয়ী বুবলী শুরু থেকেই নিজের পছন্দ ও ছবির গল্পটাকে গুরুত্ব দিয়ে আসছেন।
‘বসগিরি’খ্যাত নায়িকার তৃতীয় ছবি ছিল ‘মা’। তবে এ ছবির শুটিং শুরু হবার আগেই নতুন আরো একটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ গ্লামার গার্ল। তার চতুর্থ ছবি ‘অহংকার’। বরাবরের মতো নতুন ছবিতেও জুটি হয়েছেন সুপারস্টার শাকিব খান।
এ ব্যাপারে জানতে চাইলে বুবলী বললেন, ‘আমি বরাবরই কাজ খুব কম করি। সবসময় ছবির গল্প ও চরিত্রের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকি। এ ছবির গল্প খুব ভালো লেগেছে। গুণী পরিচালক শাহাদাৎ হোসেন লিটন এটি নির্মাণ করছেন। আমি যতোটা শুনেছি ছবিতে অনেক সিনিয়র শিল্পী অভিনয় করছেন। সবমিলে পরিকল্পনা অনুযায়ী ছবিটি দর্শকদের সামনে তুলে ধরতে পারলে সবাই পছন্দ করবেন।’ আসছে ৮ জানুয়ারি থেকে ‘অহংকার’ ছবির শুটিং শুরু হবে।
শাকিবের বিপরীতে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিব খান খুব বড়মাপের একজন নায়ক। শুটিংয়ের সময় কিংবা আগে তিনি পুরো ছবির ভালোমন্দও দেখাশোনা করেন। ইউনিটের সবকিছুই মাথায় নিয়ে কাজ করেন তিনি। শাকিব খান খুব কেয়ারিং। তার সঙ্গে কাজ করে কমফোর্ট ফিল করি।’
‘মা’ ছবিতে কাজের জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন হালের আলোচিত এ নায়িকা। ওই ছবির খবর কী? বললেন, ‘ছবির গল্পে পরিবর্তন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ‘অহংকার’ শেষ করেই ‘মা’ ছবির কাজ শুরু করবো।’
গেলো ঈদে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দিয়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এখন প্রস্তুতি নিচ্ছেন নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে আনার। তবে প্রায় চারমাস ধরে কাজের বাইরে রয়েছেন তিনি। এ ব্যাপারে বুবলী বললেন, ‘এখন আমি শুধু ডায়েট করবো এমনটা না। চেষ্টা করছি অভিনয়কে আরো ভালোভাবে রপ্ত করার। প্রচুর চলচ্চিত্র দেখছি। আমি বিশ্বাস করি ভালো একটি চরিত্র ও অভিনয় যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন