রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাকিব ভার্সেস পরীমনি

গত কয়েক বছর ধরে ঈদে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়ে আসছে। প্রতিবারই ঢালিউড শাসন করা এ শীর্ষনায়কের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। অন্য শিল্পীদের সিনেমা মুক্তি পেলেও তার দর্শকপ্রিয়তা অনেক বেশি ছিল। তবে এবার কিং খানের শক্ত প্রতিদ্বন্দ্বীর আসনে রয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

গত ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ শিরোনামের সিনেমা মুক্তি পেয়েছে। অন্য দিকে পরীমনি অভিনীত ‘রক্ত’ শিরোনামের সিনেমাটি মুক্তি পেয়েছে। এ তিনটি সিনেমার দর্শকপ্রিয়তার তুঙ্গে রয়েছে ‘বসগিরি’ ও ‘রক্ত’। অন্যদিকে ‘শুটার’ সিনেমাটি সর্বাধিক সংখ্যক হলে মুক্তি পেলেও দর্শকপ্রিয়তায় পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।

ঈদ মানেই শাকিব খান অভিনীত সিনেমা। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রে তার অভিনীত সিনেমা মুক্তি দিতে হল মালিকরা বেশি আগ্রহী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমায় শাকিব খান নিজের অবস্থানটি বসের স্থানেই রেখেছেন। ‘বসগিরি’ সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণভাবে সফল হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ঈদের দিনের দ্বিতীয় শো থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা শবনম বুবলী।

রাজধানীর মধুমিতা হলে ‘বসগিরি’ সিনেমা দেখতে আসা রবিন রাইজিংবিডিকে বলেন, ‘বসের (শাকিব খান) সিনেমা সবগুলোই দেখি। এবারো ‘বসগিরি’, ‘শুটার’ সিনেমা দেখেছি। বসগিরি সিনেমায় বসকে বসের মতোই লেগেছে। ‘বসগিরি’তে নতুনভাবে পেয়েছি বসকে। সিনেমাটি আবারো দেখার ইচ্ছে আছে। তা ছাড়া এবার পরীমনির ‘রক্ত’ সিনেমাটিও দেখেছি। সিনেমাটিতে পরীমনিকে দারুণ লেগেছে। এ সিনেমাটিও ভালো লেগেছে।’

কিসলু নামের আরেক দর্শক বলেন, ‘শাকিব খান একাই একশ’। যার সঙ্গে অভিনয় করবেন তার সঙ্গেই ভালো লাগে। বুবলীর সঙ্গেও ভালো লেগেছে। তবে অপু বিশ্বাসকে মিস করছি।’

এদিকে পরীমনিও বসের সঙ্গে টেক্কা দিয়ে ‘রক্ত’ ঝড়ে ভাসিয়ে দিচ্ছেন দর্শক হৃদয়। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার বিগ বাজেটের ‘রক্ত’ সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। এ প্রেক্ষাগৃহেও দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। কোনো কোনো হলে ‘বসগিরি’র সেল রিপোর্ট ছাপিয়ে যাচ্ছে ‘রক্ত’ সিনেমাটি। প্রেক্ষাগৃহগুলোতে বইছে দর্শক জোয়ার। এ ধারাবাহিকতায় শনিবার পর্যন্ত আরো বেগবান হয়েছে রক্তের দর্শক জোয়ার।

এ সিনেমার মাধ্যমে ফের আলোচলায় পরীমনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশান। বলাকা হলে ‘রক্ত’ সিনেমা দেখতে আসা আমির বলেন, ‘পোস্টারে পরীমনির অ্যাকশন লুক দেখেই সিনেমাটি দেখতে এসেছি। সিনেমাটি দেখে টিকেটের টাকা উসুল হলো। বন্ধুদের নিয়ে আবার দেখব। পরীমনির লুকটা দারুণ হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে তার অ্যাকশন। এ ধরনের অ্যাকশন বাংলা সিনেমায় দেখিনি। তাছাড়া ‘ডানাকাটা পরী’ গানটি খুব ভালো লেগেছে।’

সুমন নামের আরেক দর্শক বলেন, ‘পরীমনিকে সব সময়ই ভালো লাগে। পরীমনির সব সিনেমা আমি দেখেছি। তবে অন্য সিনেমার সঙ্গে রক্ত সিনেমার কোনো মিল নেই। রক্ত সিনেমা দেখে নতুন করে পরীমনির প্রেমে পড়েছি।’

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার সেল রিপোর্ট কেমন যাচ্ছে এ বিষয়ে কথা হয় পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিনের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এখনো ফাইনাল কিছু বলা যাচ্ছে না। এখনো মানুষ কোরবানির ছুটি কাটাচ্ছেন। আরো কিছুদিন পর চূড়ান্তভাবে বলা যাবে। বসগিরি, রক্ত, শুটার সিনেমা তিনটির রিপোর্ট একেক জায়গায় একেক রকম। দেখা গেছে- বসগিরি এক হলে খুব ভালো করছে আবার অন্য হলে কম করছে। আবার রক্ত এক হলে খুব ভালো করছে অন্য হলে খারাপ।’

তিনি আরো বলেন, ‘টাকার হিসাব আর দর্শকদের হিসাব এক করা মুশকিল। কারণ বসুন্ধরা, যমুনা, বলাকা, শ্যামলীতে টিকেটের মূল্য বেশি। তাই দর্শক কম হলেও টাকা বেশি। আবার অভিসার, জোনাকী হলে দর্শক বেশি গেলেও টাকা কম আসে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন