শাড়ীর কালেকশনে মন জয় করলেন তৃতীয় লিঙ্গের মডেল
ভারতের একজন ফ্যাশন ডিজাইনার প্রথা ভেঙে তার নতুন শাড়ী কালেকশনের জন্য তৃতীয় লিঙ্গের মডেল ব্যবহার করেছেন। ডিজাইনার শর্মিলা নায়ার তার কালেকশনের নাম দিয়েছেন মাড়াভিল, মালায়ালাম ভাষায় যার অর্থ রঙধনু। তিনি বলছেন, আমি রঙধনু নামটি ব্যবহার করেছি এই কারণে যে সারা পৃথিবীতে তৃতীয় লিঙ্গের মানুষরা রঙধনুকেই তাদের চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকেন।
ভারতে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সামাজিক অবস্থান বেশ নীচে। তারা নানা রকম সামাজিক নিগ্রহের শিকার হন। ফলে তাদেরকে ফ্যাশন মডেল হিসেবে ব্যবহার করায় এনিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শর্মিলা নায়ারের শাড়ী কালেকশনে মডেল হয়েছেন যে দুজন হিজড়া তাদের নাম মায়া মেনন এবং গৌরি চৌধুরী।
ফ্যাশন মডেলিং-এর পূর্ব অভিজ্ঞতা তাদের নেই। ভারতে এলজিবিটিদের নিয়ে কাজ করে এমন একটি এনজিওর মাধ্যমে মিজ নায়ার এদের খুঁজে পান। আমি ফেসবুকে দেখছিলাম কেরালা সরকার হিজড়াদের উন্নয়নের জন্য অনেক কিছু করছে, তিনি বিবিসিকে বলছিলেন, তাই ভাবলাম আমিও তো এদের জন্য কিছু একটা করতে পারি।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন