শাবিতে ছাত্রলীগের এক গ্রুপকে ধাওয়া, ককটেল বিস্ফোরণ

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক গ্রুপকে ধাওয়া দিয়েছে অন্য গ্রুপ। এ সময় চার রাউন্ড গুলি ও ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের নেতৃত্বে থাকা গ্রুপটি সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া দেয়। এ সময় চার রাউন্ড গুলি ও ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরবর্তীতে ইমরানের কর্মীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। অন্য গ্রুপটি শাহপরাণ হলের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন। তবে এ ঘটনার জন্য পরস্পর পরস্পরকে দায়ী করেছে গ্রুপগুলো।
সাধারণ সম্পাদক ইমরান খান অভিযোগ করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ বিনা কারণে সাঈদ, অঞ্জন ও সবুজের নেতৃত্বে তাদের কর্মীরা অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করে। পরবর্তীতে তারা আমাদের কক্ষ ভাঙচুর করে ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়।
এদিকে, এ বিষয়ে যোগাযোগ করা হলে সহসভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, দীর্ঘদিন ইমরানের কর্মীরা আমার কর্মীদের হুমকি দিয়ে যাচ্ছে। এটি হলো তার ক্ষোভের বিস্ফোরণ। তবে কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা মিটিং করে বিষয়টি পুরোপুরি জেনে সিদ্ধান্ত নেব। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ পেয়ে আমরা ক্যাম্পাসে আসি। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন