বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৬ অক্টোবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১৬ অক্টোবর রবিবার। ভর্তির আবেদন চলবে ১০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।

আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করা যাবে।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর গ্রাউন্ড ফ্লোরের এক কক্ষে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নিয়াজ আহমেদ এবং সদস্য সচিব প্রফেসর ড. বেলায়েত হোসাইন।

ভর্তি প্রক্রিয়া ‘এ (১০০০টাকা)’, ‘বি-১(১০০০টাকা)’, ও ‘বি-২ (১২০০টাকা)’ ইউনিটে বিভক্ত করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের ৯টি বিষয়ে মোট ৬১৩টি আসন আছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২২০টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩১০টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৩টি আসন সংখ্যা রয়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য‘বি’ ইউনিটে ১৯টি বিষয়ে মোট ৯৫০টি আসন রয়েছে।

এবারে শাবিতে নতুন দুটি বিভাগ খোলা হয়েছে। সমুদ্র বিজ্ঞানে ৩০টি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানান তারা।

ইউনিটভুক্ত আসন ছাড়াও ৯২টি সংরক্ষিত আসন রয়েছে। সংরক্ষিত আসন সংখ্যায় মুক্তিযোদ্ধা কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা ২৮ জন, প্রতিবন্ধী ১৪ জন, পোষ্য কোটায় ১৬ জন এবং বিকেএসপি কোটায় ৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শিক্ষার্থীদের টেলিটক মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে আবেদন করার পদ্ধতি:

SUSTSYL1234562016 SYL6543212014A

এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর। SYL সিলেট বোর্ডের শিক্ষার্থীদের জন্য।

ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা:

২০১৫-১৬ সালের অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০১৩-১৪ সালের অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

তবে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১১-১২ সালের এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে।

বি ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে।

এদিকে, আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াই টায় ‘বি-১’ ও ‘বি-২’র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার