শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাবির শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভাইস চ্যান্সেলরের (ভিসি) অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। রবিবার সকাল ৮টায় ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। এ দিন সকাল ৮টা থেকে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা ছিল ভিসির অপসারণের দাবিতে আন্দোলনকারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকদের। কিন্তু শিক্ষকদের আগেই ভোর ৫টা থেকে সেখানে অবস্থান নেন ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী।

সকাল ৮টায় আন্দোলনকারী শিক্ষকরা ভিসি কার্যালয়ের সামনে গেলে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে ভিসি আমিনুল হক ভূঁইয়া কার্যালয়ের নিচে আসেন। ভিসিকে তার কার্যালয়ে প্রবেশে বাধা দেন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসির পথ পরিষ্কার করতে শিক্ষকদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। তারা অকথ্য ভাষায় গালি দিয়ে টেনে-হিঁচড়ে শিক্ষকদের সারিয়ে দেন।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হনপ্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী পদার্থবিজ্ঞানের প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. মো. ইউনুস, সহকারী অধ্যাপক ফারুক উদ্দিনসহ অনেকে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের সঙ্গে ছাত্রলীগ যা করেছে তাতে আমরা হতবাক।’

ভিসি আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

শিক্ষকদের লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, ‘ছাত্রলীগ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।’

শেষ খবর পাওয়া পর্যন্ত, দুপুর দেড়টায় আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে পরবর্তীতে করণীয় নিয়ে আলোচনা চলছিল।

কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেছেন শিক্ষকদের একাংশ।

এই আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল