শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“শাম্মী হক” দেশত্যাগী এক নারী ব্লগারের কথা

শাহবাগ আন্দোলনের একজন কর্মী হিসেবে মূলত পরিচিত শাম্মী হক৷ ধর্মে বিশ্বাসী নন, অর্থাৎ নাস্তিক আর ইস্টেশন নামক একটি গ্রুপ ব্লগের সদস্য প্রায় আড়াই বছর ধরে৷ যদিও সেখানে খুব বেশি লেখেননি তিনি৷ তবে ফেসবুকে তিনি নিয়মিত লেখালেখি করেন৷ শাহবাগ গণজাগরণ মঞ্চের এক অতিপরিচিত মুখ৷ তাঁকে ব্লগার বলা যাবে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে৷ এই বিতর্ক আসলে শুধু হক নন, আরো অনেককে নিয়ে৷ এককালে ব্লগাররা লিখতেন বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মে, কিংবা নিজস্ব ওয়েবসাইটে৷ এখন অনেক বাংলা ব্লগারই মূলত লেখেন ফেসবুকে৷

ফেসবুকে শুধু ব্লগার হিসেবে ইতোমধ্যে পরিচিতরাই যে লেখেন তা নয়৷ সবাই লিখতে পারেন সেখানে৷ কারো লেখা অনেক মানুষ পড়েন, কারোটা অল্প মানুষ৷ এখন প্রশ্ন হচ্ছে, যাঁরা ফেসবুকে লেখেন তাঁরা সবাই কি ব্লগার?

ব্লগার ঠিক কারা তা সংজ্ঞায়িত করা ক্রমশ দুরুহ হয়ে উঠছে৷ ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক প্রোফাইলকে ব্লগ হিসেবে না নেয়ার সিদ্ধান্ত বহাল রাখা গিয়েছিল৷ কিন্তু চলতি বছর আর তা রাখা যায়নি৷ কারণ ফেসবুকে বিষয়ভিত্তিক লেখালেখি যেভাবে বেড়েছে, তেমনি ফেসবুকও বিভিন্ন ফিচারের মাধ্যমে ব্লগ লেখার জন্য আলাদা পাতার গুরুত্ব কমিয়ে দিচ্ছে৷ মোটের উপর ফেসবুকে লিখলে সাড়া অনেক বেশি পাওয়া যায়৷ ফলে ঠিক কাদের ব্লগার বলা যাবে, কাদের যাবে না, সেটা বিবেচনার নিয়ে তাঁদের লেখা এবং কাজের দিকে গুরুত্ব দিতে হচ্ছে বেশি৷
4
বাংলাদেশে চলতি বছর যে কয়জন ব্লগার খুন হয়েছেন, তাঁরা সবাই নাস্তিক হিসেবে পরিচিত এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন৷ সর্বশেষ খুন হওয়া প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিলেন৷ ধারণা করা হয়, সেকারণেই মৌলবাদীদের হামলার শিকার তিনি৷ এরকম এক পরিস্থিতিতে কারা হামলার শিকার হতে পারেন, কারা হবেন না আগেভাবে সেই ধারণা করাও কঠিন৷

এখানে বলা প্রয়োজন, বাংলাদেশে নারী সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের উপর হামলার শঙ্কাও ক্রমশ বাড়ছে৷ মাত্র কিছুদিন আগেই নারী সাংবাদিকদের হুমকি দিয়েছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিম’, যারা ব্লগার হত্যার দায় স্বীকার করেছে একাধিকবার৷ গত অক্টোবরে ই-মেলে পাঠানো সেই হুমকিতে সংবাদমাধ্যমের নারী সাংবাদিকদের চাকুরিচ্যুত করতে বলা হয়েছে৷ এতে যাঁরা নাস্তিকতার চর্চা কিংবা সমর্থন করেন, তাঁদের পরিণতি খুন হওয়া ব্লগারদের মতো হবে বলেও হুশিয়ারি দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি৷

আনসারুল্লাহ-র এই হুমকি প্রদানের কয়েকদিন পরই দুই প্রকাশক এবং দুই ব্লগারের উপর হামলা হয়৷ এতে এক প্রকাশক খুন হন, তবে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান অপর প্রকাশক এবং দুই ব্লগার৷ ফলে যাঁরা মুক্তমনা কিংবা নাস্তিকতার চর্চা করছেন কিংবা নাস্তিকদের সহায়তা করছেন, তাঁরা ব্লগার কিংবা অ্যাক্টিভিস্ট কিংবা সাংবাদিক, যাই হোক না কেন বর্তমানে যে ঝুঁকির মুখে আছেন, তা অনেকটাই পরিষ্কার৷

শাম্মী হকসহ একাধিক নারী ব্লগার, অ্যাক্টিভিস্ট ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন৷ ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে তাই শঙ্কিত পশ্চিমা বিশ্ব৷ যে কারণে এমন শঙ্কায় থাকারা অনিচ্ছাকৃতভাবে হলেও সুযোগ পেলে পশ্চিমা বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন জীবন বাঁচাতে৷ সমস্যা হচ্ছে, এটা কোনো স্থায়ী সমাধান নয়৷ স্থায়ী সমাধান বের করতে হবে বাংলাদেশকেই৷ বর্তমান সরকারকে পরিষ্কার করতে হবে, ধর্ম বিশ্বাসীদের মতো অবিশ্বাসীরাও সেদেশে নিরাপদে, স্বাধীনভাবে বসবাস করতে পারবেন৷

এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন  

চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস

 শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান জীবন যৌবন উৎসর্গ করেছিল
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • চলে গেলেন হায়দার আকবর খান রনো
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ‘ও আল্লাহ আমার ইকবালরে কই নিয়ে গেলা’
  • ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী