শাহজালালে ৬ কেজি সোনা জব্দ, আটক ২
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি সোনা জব্দ করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
মাত্র সাড়ে আট ঘণ্টার ব্যবধানে আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় ২০ কেজি সোনা জব্দ করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার বলেন, আজ রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা দুই যাত্রী মাস চারেক আগেও বাংলাদেশে এসেছিলেন। সেসময় তল্লাশি করে তাদের কাছে কোনো সোনার বার পাওয়া যায়নি।
আজ আবারও ঢাকায় আসছেন খবর পেয়ে বিমানবন্দরে আগে থেকেই নজর রাখছিলেন শুল্ক কর্মকর্তারা। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাঁদের আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে এক কেজি ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।
দুজনের প্যান্টের বেল্টের ভেতর থেকে দুটি এবং প্যান্টের পকেটে একটি করে সোনার বার পাওয়া যায়। ওই ছয় কেজি সোনার বাজারমূল্য তিন কোটি টাকার মতো। দুজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন