শাহরুখের দিলওয়ালের ‘ডি’ রহস্য উন্মোচন

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে জুটি বাঁধছেন বলিউড কিং শাহরুখ খান এবং অভিনেত্রী কাজল। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটির জন্য শাহরুখ-কাজল ভক্তরা অপেক্ষা করছেন অধির আগ্রহে। কিন্তু দিলওয়ালে সিনেমার পোস্টার নিয়ে দর্শকদের মনে দেখা দেয় কৌতূহল। অবশ্য সেই কৌতূহল দূর করলেন অভিনেতা শাহরুখ নিজেই।
এ পর্যন্ত প্রকাশিত দিলওয়ালে সিনেমার প্রত্যেকটিতেই দেখা গেছে ইংরেজি অক্ষর ‘ডি’। একের পর এক পোস্টার প্রকাশ করছে অথচ কোনোটিতেই নেই শাহরুখ-কাজল। এমনকি নেই বরুন ধাওয়ান বা কৃতী স্যাননও। কিন্তু এই ‘ডি’ -এর পিছনে কারণটা কী? সম্প্রতি শাহরুখ খান জানিয়েছেন সে কথা।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে শাহরুখ লিখেছেন, ‘Dishy’ কৃতী স্যানন,‘Dearest’ কাজল, ‘Dashing’ বরুণ ধাওয়ান আর ‘DILWALE’ আমরা সবাই।
দিলওয়ালে সিনেমার প্রযোজনা করছে রেড চিলিজ় এন্টারটেনমেন্ট। তাই প্রমোশনের অনেকটা দায়িত্বই সামলাতে হচ্ছে শাহরুখকে। ছবির নতুন যে পোস্টারটি প্রকাশ হয়েছে, সেখানে লেখা আছে ‘এন্টারটেইনসেন্ট অ্যাট হানড্রেড মাইলস পার আওয়ার।
আগের তিনটি পোস্টারেও তিন রকম উক্তি লেখা ছিল। একটিতে লেখা ছিল ‘গ্যাংস্টার অব লাভ’, তার আগে ‘পাস্ট ফাস্ট ব্লাস্ট’। আর প্রথমটায় বরফঠান্ডা ‘ডি’-এর মধ্যে লেখা ছিল ‘সাম লাভ স্টোরিস নেভার এন্ড’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন