শাহরুখ আনুষ্কার নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’
            
			ইমতিয়াজ আলির ছবিতে শাহরুখ খান আর আনুষ্কা শর্মাকে একসঙ্গে দেখা যাবে জানেন নিশ্চয়ই। ছবির নাম নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন ছিল, যে নাম শাহরুখ, আনুষ্কার পছন্দ হয়, তা ইমতিয়াজের পছন্দ হয় না আবার যা শাহরুখ, ইমজিয়াজের পছন্দ হয়, তা আনুষ্কার পছন্দ হয় না। অবশেষে ধোঁয়াশা কেটেছে। ছবির নাম রাখা হচ্ছে ‘যব হ্যারি মেট সেজাল’।
প্রথমে শোনা যাচ্ছিল, ছবির নাম হবে দ্য রিং, রেহনুমা বা রাউলা। কিন্তু সব বাতিল হয়ে যায়। এখন নাম চূড়ান্ত হয়ে যাওয়ায় শাহরুখ ও অনুষ্কা টুইটারে শেয়ার করেছেন ছবির পোস্টার।
দুজনের পোস্টারে ছবির অর্ধেক করে নাম। পুরো নাম জানতে গেলে দুটো টুইটই দেখতে হবে।
ইউরোপের আমস্টারডাম, বুদাপেস্ট, প্রাগ ও লিসবনে হয়েছে শ্যুটিং। আগে ঠিক হয়েছিল ১১ অগাস্ট মুক্তি পাবে ছবিটি। এখন ১ সপ্তাহ এগিয়ে এনে ৪ অগাস্ট মুক্তির দিন স্থির হয়েছে। ১১ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের টয়লেট-এক প্রেম কথা। তার সঙ্গে সংঘর্ষ এড়াতে এগিয়ে আসছে যব হ্যারি মেট সেজাল।
ছবিতে শাহরুখ করছে ট্যুরিস্ট গাইডের চরিত্র, আনুষ্কা এক গুজরাটি মেয়ের ভূমিকায়। ইউরোপ ছাড়া পাঞ্জাবেও শ্যুটিং হয়েছে ছবিটির।
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













