শাহ আমানতে ভল্ট ভেঙে ১০ লাখ টাকা লুট
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভল্ট ভেঙে ১০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ইমিগ্রেশন) শরিফুল ইসলাম বলেন, বিমানবন্দরে ১০ লাখ টাকার মতো চুরি হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আমরা বিস্তারিত কিছু বলতে পারছি না।
তবে একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে বিমানবন্দরের ভেতরে কার্গো শেডের লকার ভেঙে অন্তত ১০ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়ার পর দুপুরের দিকে এ বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।
এ ব্যাপারে বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল করিমের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পতেঙ্গা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ বলেন, বিমানবন্দর থেকে টাকা চুরির খবর শুনেছি। ফোন পেয়ে তা তদন্তের জন্য এসেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন

ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন