বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষককে হত্যার হুমকি, ৩ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অগ্নিবীণা হলে সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল থেকে তাদের আবাসিক বরাদ্দও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহফুজুর রহমান অনিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে রাব্বী মোরাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল।

জানা গেছে, অগ্নিবীণা হলের ২৯টি অতিরিক্ত সিট দাবি করেন তিন ছাত্রলীগ নেতা অনিক, মোরাদ ও নয়ন মন্ডল। তাদের দাবি না মানায় অগ্নিবীণা হলের প্রভোস্ট, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমীন, লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জিকে গুলি করে হত্যার হুমকি দেয় তারা।

এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল বডির সভাপতি আলফারুন্নাহার রুমার সভাপতিত্বে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল থেকে আবাসিক বরাদ্দ বাতিল করে ছাত্রলীগের ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। এছাড়াও তাদেরকে দুই সেমিস্টার বাতিল, ভবিষ্যতে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা না করা মর্মে মুচলেকা নিয়ে উপাচার্য বরাবর সুপারিশ পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির জানান, প্রভোস্ট কাউন্সিল বডির সুপারিশ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রক্টর জাহিদুল কবির জানান, তিন ছাত্রলীগ নেতার অধিকতর শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক সমিতি দাবি জানিয়েছে।

আবাসিক বরাদ্দ বাতিল করে বহিষ্কারের কথা স্বীকার করে কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মন্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদেরকে অগ্নিবীণা হল থেকে বের করে দেয়ার প্রতিবাদ জানালে শিক্ষকরা আমাদের ওপর ক্ষিপ্ত হন।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু জানান, স্যারদের সঙ্গে ছাত্রলীগের নেতারা যে ঘটনা ক্যাম্পাসে ঘটিয়েছে- তা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ঘটিয়েছে। এর দায়ভার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেবে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার