শিক্ষকদের কর্মবিরতির সিদ্ধান্ত বিকেলে
বেতন কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলা টানা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হতে পারে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বিকালে বৈঠক আহ্বান করেছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দাবি-দাওয়া ও আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ।
এর আগে গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছেন শিক্ষক নেতারা। এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী তাদের বেতন কাঠামো এক নম্বর গ্রেডে উন্নীত করার আশ্বাস দিয়েছেন।
এদিকে, লাগাতার কর্মবিরতির অষ্টম দিনে সোমবার বিকেলে গণভবনে আন্দোলনরত শিক্ষকনেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনরত ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী গতকাল বিকেলে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষকনেতাদেরও গণভবনে পিঠা উৎসবে দাওয়াত দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন