শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, জবিতে ৪৪ পরীক্ষা স্থগিত
স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি টানা অষ্টম দিনেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। ফলে আন্দোলনের আট দিনে জবির বিভিন্ন বিভাগের অন্তত ৪৪টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও সমাবেশ করেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু হওয়ার পর থেকে লোকপ্রশাসন, ইসলামের ইতিহাস, নৃ-বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ মোট ২০টি বিভাগের বিভিন্ন সেমিস্টারে ১১ জানুয়ারি ৫টি, ১২ জানুয়ারি ৩টি, ১৩ জানুয়ারি ৬টি, ১৪ জানুয়ারি ১১টি, ১৭ জানুয়ারি ১২টি, ১৮ জানুয়ারি ৪টি ফাইনাল ও মৌখিকসহ মোট ৪৪টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা আন্দোলনের কারণে নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ছাড়া চলতি সপ্তাহের ১৯, ২০ ও ২১ জানুয়ারি বিভিন্ন বিভাগের অন্তত ১৬টি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ অচলাবস্থা চলতে থাকলে এ পরীক্ষাগুলোও হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সেশনজটের আশঙ্কা করছেন তারা।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। সেশনজটের দায়ভার সরকারকে বহন করতে হবে। কেননা এই অচলাবস্থার সমাধান একমাত্র সরকারই করতে পারে। তবে আমরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন