‘শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকরা দায়বদ্ধ’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যুবসমাজকে বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সারাদেশে স্কুল কলেজে গঠিত মাদকবিরোধী কমিটিসমূহের কার্যকর ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে শিক্ষকরা তাদের দায় এড়াতে পারেনা, তারা সমাজের কাছে দায়বদ্ধ।
শিক্ষামন্ত্রী বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত “মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে এসব কমিটি মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের মাদকের মতো ভয়াবহ সমস্যা থেকে দূরে রাখার ক্ষেত্রেও শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি ক্লাসরুমকে আকর্ষণীয় করা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সহশিক্ষা কার্যক্রমকে জোর দেয়া, হতাশাগ্রস্থ শিক্ষার্থীদের কাউন্সিলিং করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কর্মসূচি পালন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে মাদকবিরোধী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এধরণের আরো বিষয়বস্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আমীর হোসেনও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সারাদেশে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৩২ হাজার ৩১ টি প্রতিষ্ঠানের মধ্যে ২১ হাজার ৮৩ টি ইতোমধ্যে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ট ১০ হাজার ৯৪৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কমিটি গঠন প্রক্রিয়া চলছে।
আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা বিভাগীয় কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন