শিবির সন্দেহে চবিতে ২ শিক্ষার্থীকে কুপিয়েছে ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও মোহাম্মদ জীবন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ও জীবন বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে আছে, এ খবর জেনে সেখানে গিয়ে উপর্যপুরি কুপিয়ে তাদেরকে জখম করে ছাত্রলীগ। পরে পুলিশ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল হক বাংলা বলেন, পরীক্ষা শেষে আমার বিভাগের দুই শিক্ষার্থীকে ধাওয়া করার সংবাদ পাই। তখনই বিষয়টি আমি ফোনে প্রক্টরকে জানিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, দুই শিক্ষার্থীকে কলা অনুষদের সামনে থেকে ধরে জীববিজ্ঞান অনুষদে নিয়ে মারা হচ্ছে শুনে আমরা পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধারের পর তাদেরকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. টিপু সুলতান জানান, আহত দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু জানান, শিবির ক্যাডাররা পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়ে ক্যাম্পাসে অপতৎপরতা চালাচ্ছে। তাদেরকে আমাদের কর্মীরা বাধা দিয়েছে। তারা দুইজনেই শিবিরের ক্যাডার।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন