শিশুকে দায়িত্ববান করতে কুকুর দত্তক..!
কুকুর-বেড়াল পোষা প্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। নিরাপত্তা দেওয়ার বাড়তি গুণাবলীর কারণে কুকুর একটু এগিয়ে। অনেক পশুপ্রেমি আছেন যারা রাস্তাঘাটের নাম-পরিচয়হীন কুকুরকে বিস্কুট খাওয়ান। পশুর প্রতি মানুষের এই ভালবাসাকে কাজে লাগিয়ে রাস্তার কুকুরদের পরিবার দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কলকাতার আশারি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।
কুকুর তো অনেকেই ভালবাসেন। কেউ রাস্তায় বেড়িয়ে বিস্কুট দেন। কেউ বা বাড়িতে সাধ করে রান্না করেন রাস্তার কালু-লালুদের জন্য। কেউ কেউ আবার কুকুর মায়েদের ছানাদের জন্য বাড়ির গারাজ বা বারান্দায় জায়গাও দিতে থাকেন। অনেকেই ভাবেন এবং বলেন, রাস্তার এই কুকুরদের জন্য কিছু করা উচিত। তাদের ভাবনাগুলি থেকে সমৃদ্ধ হয়ে রাস্তার কালু-লালুদের মা-বাবার খোঁজে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন আশারি। তারা কলকাতা শহরের রাজপথের বা গলির কোনও কুকুরকে দত্তক নেওয়ার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
পথের কুকুরকে দত্তক নিতে প্রতি মাসে মাত্র ১ হাজার টাকা খরচ। এক বা একাধিক মানুষ এই টাকা ভাগ করে নিয়ে একটি কুকুরের দত্তক নিতে পারেন। আপনার দেওয়া এই টাকায় পথের কুকুরের টিকাকরণ-চিকিত্সা থেকে শুরু করে তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত হবে। প্রয়োজনে আপনার দত্তক নেওয়া কুকুরের সঙ্গে সময় কাটাতে পারবেন আপনি। ইতিমধ্যেই কলকাতার নামী স্কুলগুলিকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। শিশু মনঃস্তত্ত্ববিদরা বলছেন, পথের পশুকে দত্তক নেওয়ার মাধ্যমে ছোট থেকেই দায়িত্ব নিতে শিখবে শিশুরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন