শিশুকে বনবাসে রেখে এলেন বাবা-মা!

সাত বছরের ছেলেকে নিয়ে তারা বেড়াতে গিয়েছিলেন বুনো ভাল্লুকে ঠাসা এক জঙ্গলে। ছেলে কী এক দুষ্টুমি করে, ক্ষুব্ধ বাবা-মা শাস্তি হিসেবে তাকে বনবসে রেখে চলে আসেন।
এ খবর জেনে উত্তর জাপানের ওই পাহাড়ি জঙ্গলে দুই দিন ধরে চিরুনি তল্লাশি চালাচ্ছেন দেড় শতাধিক পুলিশ। কিন্তু কোনো হদিস মিলছে না শিশুটির।
স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি করতে গিয়ে প্রথমে ওই দম্পতি বলেছিল, উত্তর হোক্কাইডো এলাকায় বেড়াতে গিয়ে সেখানেই হারিয়ে যায় তাদের ছেলে। পরে তারা স্বীকার করেন, সাত বছরের ছেলে ইয়ামাতো তানুকাকে শাস্তি দিতে তাকে পাহাড়ের চূড়ায় একা ফেলে চলে আসেন। পরে ফিরে গিয়ে দেখেন, ছেলে সেখানে নেই। বন্য ভাল্লুকের ওই এলাকায় ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পরই আতঙ্কে থানায় ডায়েরি করেন তারা।
গত দুই দিন ধরে ওই এলাকায় তন্ন তন্ন করে ছেলেটিকে খুঁজছে বিশাল পুলিশ বাহিনী। তবে, এখনো তার কোনো খোঁজ মেলেনি।
একটি টিভি চ্যানেলের রিপোর্টে দাবি করা হয়েছে, ছেলেকে ফেলে প্রায় ৫০০ মিটার হেঁটে চলে এসেছিলেন বাবা-মা। এরপর তারা ফিরে গিয়ে আর ছেলেকে পাননি। যদিও পুলিশের এক মুখপাত্র জানান, ছেলেটির বাবা-মার বক্তব্য, তারা সঙ্গে সঙ্গে সেই জায়গায় ফিরে গেলেও ছেলেটির আর কোনো হদিস পাননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন