শিশুটিকে থামাতে শিশু হয়ে গেলেন পুলিশ অফিসার

বাচ্চাটির কান্না কেউ-ই থামাতে পারছিলেন না। কিন্তু ওকে থামানোর দারুণ উপায়টি বের করে ফেললেন এক পুলিশ অফিসার। ক্যামেরায় বন্দি মুহূর্তটি সত্যিই অপূর্ব।
আমেরিকান ইন্ডিয়ানা স্টেট পুলিশের ওই অফিসার পরে জানান, বাচ্চা ছেলেটির সকালটা বোধহয় খুব খারাপ যাচ্ছিল। সে বার বার শপিং মলের মেঝে শুয়ে পড়ছিল। মা পুলিশকে জানান, বাচ্চাটি এমনই করছে। বিরক্ত হয়ে মাও আর তাকে থামাচ্ছেন না।
লাভ হোয়াট ম্যাটারস ফেসবুক পেজে পুলিশ অফিসার পরে গল্পটা বলেন। জানান, ছেলেটি মেঝেতে শুয়ে পড়ছিল। আমিও তার মতোই পাশে শুয়ে পড়ে কথা বলতে থাকলাম। বাচ্চাটি কেঁদেই যাচ্ছিল। আমি তার চোখের পানি মুছে দিলাম। বললাম, সব ঠিক হয়ে যাবে। বড়রাও অনেক সময় আশা করেন, কেউ একজন তাদের মতোই হয়ে যাবে এবং অশ্রু মুছে দেবে। শিশুদেরও একই অবস্থা হয়। কাজেই তাদেরও এমনভাবে সময় দিতে হয় যেনো আমরা তার সঙ্গেই রয়েছি।
ওই পুলিশ অফিসার সবার উদ্দেশে বলেন, আপনারাও প্রতিদিন কারো না কারো মতো হয়ে তার মুখে হাসি ফোটান। আপনিই হয়তো তাদের কাছে সেই আশার মানুষটি হয়ে উঠবেন।
মাত্র ৬ ঘণ্টায় ফেসবুক পোস্টটি ৪০ হাজার লাইক পেয়েছে। প্রায় ৭ হাজার শেয়ার হয় তা।
এমন মন্তব্যকারী লিখেছেন, এটা মানবতার ভালোবাসা। এখনও এমন অনেক মানুষ আছেন। দয়াশীলতার এমন নিদর্শন আমাদের সামনে আরো বেশি বেশি আশা উচিত। সূত্র : হাফিংটন পোস্ট
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন