শিশুর ক্যানসার চিকিৎসায় অলিম্পিয়ানের পদক বিক্রি!
চমকে গেলেন নাকি। আসলে জগতে ভালো মানুষের বড়ই অভাব। আজকাল মানবতার জন্য কাজ করেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! কিন্তু এবার মিলল তেমন একজনকে, যিনি নিজের স্বপ্নের অলিম্পিক পদক বিক্রি করে দিচ্ছেন একটা ছোট্র শিশুর ক্যানসারের চিকিৎসার জন্য।
সদ্য সমাপ্ত অলিম্পিকে রূপার পদক জিতেছেন পোল্যান্ডের অলিম্পিয়ান পিওটর মালাচওস্কি। দেশের গর্ব হয়ে গিয়েছেন তিনি। কিন্তু ওই পদক বিক্রি করে দিচ্ছেন নিজ দেশের ক্যান্সার আক্রান্ত এক তিন বছর বয়সী শিশুকে সুস্থ করে তুলতেই।
রিও অলিম্পিকের পদক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এই অলিম্পিয়ান। পদক বিক্রি প্রসঙ্গে মালাচওস্কি লেখেন, ‘রিও-তে আমি সোনার জন্য লড়াই করেছিলাম। কিন্তু এবার আমি সবার কাছে আরও বড় কিছুর জন্য আবেদন করছি। সবাই যদি আমায় সাহায্য করেন, তাহলে আমার রূপোর পদকটিই ছোট্ট ওলিকের জন্য সোনার থেকে দামি প্রমাণিত হবে।’
প্রসঙ্গত, শিশু ওলিক দীর্ঘদিন ধরেই চোখের ক্যান্সারে ভুগছিল৷ মালাচওস্কি এই খবর জানতে পারেন নিজের ফেসবুক পেজে। ওই পেজে শিশুটির মা লেখেন নিউ ইয়র্কে ভর্তি রয়েছে ওলিক৷ চিকিৎসার অর্থের জন্য বাচ্চাটির মা আবেদন করেন৷ সেই আবেদনে সাড়া দিয়েই নিজের পদক বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন পোলিশ অলিম্পিয়ান৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন