শীর্ষস্থানীয় বিশ্বনেতার তালিকায় স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বের শীর্ষ ১০০ বৈশ্বিক নেতৃত্বের তালিকায় স্থান পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিদ্ধ ওয়াশিংটনভিত্তিক রাজনীতি, অর্থনীতি এবং বৈদেশিক নীতি বিষয়ক ম্যাগাজিন “ফরেন পলিসি” সম্প্রতি এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই তালিকা প্রকাশ করে ।
সমীক্ষার রিপোর্ট মতে, ‘সিদ্ধান্ত প্রণেতা’ বিভাগে সেরা ১৩ জনের মধ্যে অভিষিক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাঁর অভাবনীয় অবদানের প্রেক্ষিতেই তাকে অন্যতম শীর্ষ বৈশ্বিক নেতা হিসেবে তাকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিস্ট কতৃপক্ষ ।
ম্যাগাজিনটির ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বলা আছে যে, প্রধানমন্ত্রী পরিবেশগত নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন, আর সেই কারণে তিনি জাতিসংঘের সবচেয়ে গৌরবোজ্জ্বল পুরষ্কার ইউএনইপি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারেও ভূষিত হয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ সীমিত সত্ত্বেও এটা সম্ভব হয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কার্বন নিস:রণকারি দেশগুলোর অন্যতম (বিশ্বের মোট কার্বন নিস:রণের মাত্র ০.৩%)
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম জলবায়ু পরিবর্তনে কৌশল প্রণয়ন করেছে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার ব্যাপারে নিয়মিতভাবেই তাগিদ দিয়ে আসছে। বাংলাদেশের সৌরশক্তি ব্যবহারের বর্তমান অবস্থা, বিশেষত লক্ষ লক্ষ সোলার হোম সিস্টেম ব্যবহার, সেখানে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে।
বার্ষিক বাজেটের ৬-৭% জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের খাতে বিনিয়োগ করার ব্যাপারটিও উল্লেখ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন