শীর্ষস্থানীয় বিশ্বনেতার তালিকায় স্থান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বের শীর্ষ ১০০ বৈশ্বিক নেতৃত্বের তালিকায় স্থান পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিদ্ধ ওয়াশিংটনভিত্তিক রাজনীতি, অর্থনীতি এবং বৈদেশিক নীতি বিষয়ক ম্যাগাজিন “ফরেন পলিসি” সম্প্রতি এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই তালিকা প্রকাশ করে ।
সমীক্ষার রিপোর্ট মতে, ‘সিদ্ধান্ত প্রণেতা’ বিভাগে সেরা ১৩ জনের মধ্যে অভিষিক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাঁর অভাবনীয় অবদানের প্রেক্ষিতেই তাকে অন্যতম শীর্ষ বৈশ্বিক নেতা হিসেবে তাকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিস্ট কতৃপক্ষ ।
ম্যাগাজিনটির ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে বলা আছে যে, প্রধানমন্ত্রী পরিবেশগত নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন, আর সেই কারণে তিনি জাতিসংঘের সবচেয়ে গৌরবোজ্জ্বল পুরষ্কার ইউএনইপি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারেও ভূষিত হয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ সীমিত সত্ত্বেও এটা সম্ভব হয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্বের সর্বনিম্ন কার্বন নিস:রণকারি দেশগুলোর অন্যতম (বিশ্বের মোট কার্বন নিস:রণের মাত্র ০.৩%)
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম জলবায়ু পরিবর্তনে কৌশল প্রণয়ন করেছে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার ব্যাপারে নিয়মিতভাবেই তাগিদ দিয়ে আসছে। বাংলাদেশের সৌরশক্তি ব্যবহারের বর্তমান অবস্থা, বিশেষত লক্ষ লক্ষ সোলার হোম সিস্টেম ব্যবহার, সেখানে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে।
বার্ষিক বাজেটের ৬-৭% জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের খাতে বিনিয়োগ করার ব্যাপারটিও উল্লেখ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন