বুধবার, নভেম্বর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শীর্ষ পুলিশ কর্তা থেকে সেরা ক্রিকেট আম্পায়ার!

শীর্ষ পুলিশ কর্মকর্তা থেকে ক্রিকেট আম্পায়ারিংয়ে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ক্লেটন মোল্লা। দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) আম্পায়ার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে এর মধ্যে তার অভিষেকও হয়ে গিয়েছে পুলিশ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে।

গত ১০-১৪ অক্টোবর ব্লুমফন্টেইনে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে প্রিটোরিয়ার এসএপিএস হেড কোয়ার্টারসহ নয়টি প্রদেশ মিলিয়ে মোট দশটি দল অংশ নেয়। এর শীর্ষ দুই দল সোনার পদকের জন্য ফাইনালে মুখোমুখি হয়। রানার্সআপ দলকে রুপা আর তৃতীয় এবং চতুর্থ দলকে দেওয়া হয় ব্রোঞ্জ পদক।

এই টুর্নামেন্টে মোট ১৬ জন আম্পায়ার দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে আটজন ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এর প্যানেল থেকে এবং বাকী আটজন পুলিশ আম্পায়ার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হয়েছিলেন। এটা ছিল আম্পায়ারদেরও পরীক্ষা। প্রতিটি ম্যাচে তাদের পারফরমেন্স বিচার করতে সিএসএ এর বিচারক প্যানেল। প্রতিটি ম্যাচের বিস্তারিত বিবরণ তাদের থেকে নেওয়া হতো। তারপর পারফর্মেন্স বিবেচনায় পয়েন্ট প্রদান করা হতো।

এই ১৬ জন আম্পায়ার থেকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে ক্লেটন মোল্লা ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্ব পান। তার এই অভিজ্ঞতা সম্পর্কে ক্লেটন বলেছেন, “প্রতিটি ম্যাচেই খুব ভাল ক্রিকেট খেলেছে দলগুলো। তাই আম্পায়ারিং করা খুব চ্যালেঞ্জের ছিল। টুর্নামেন্টে পশ্চিম কেপ প্রদেশ সোনা জয় করে এবং পূর্ব কেপ প্রদেশ রানার্সআপ হয়ে রুপার পদক অর্জন করে।”

এই টুর্নামেন্টে আম্পায়ারিং করে সেরা আম্পায়ারের পাশাপাশি ক্লেটন সেরা নবাগত আম্পায়ারের সম্মানও অর্জন করেন। সেই সঙ্গে তিনি জাতীয় পর্যায়ে পুরুষ এবং মহিলা উভয় টুর্নামেন্টেই আম্পায়ারিং করার সুযোগ পেয়েছেন। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আন্তবাহিনী ক্রিকেট প্রতিযোগিতার আম্পায়ার হিসেবেও ইতোমধ্যে তিনি নির্বাচিত হয়েছেন। এমনকী এটাও জানা গেছে যে, ক্লেটন মোল্লা শিগগিরই আফ্রিকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আম্পায়ার প্যানেলে যোগ দিচ্ছেন। হয়ত তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচেও আম্পায়ারিং করতে দেখা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ