শুক্রাণুর বিনিময়ে আইফোন সিক্সএস
চীনের একটি শুক্রাণু ব্যাংক ‘ডোনার’-দের আকৃষ্ট করতে নতুন আইফোনের সমপরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে।
অ্যাপলের পণ্যের প্রতি চীনাদের আকর্ষণ উল্লেখযোগ্য। এর আগে আইফোনের একটি নতুন সেটের উদ্বোধন অনুষ্ঠানে চীনে দাঙ্গার ঘটনাও ঘটেছে।
দেশটির দুই নাগরিক বাজারে নতুন আবির্ভূত আইফোন সিক্সএস-এর জন্য নিজেদের কিডনি বিক্রিরও চেষ্টা করেন।
চীনাদের এই আইফোন উন্মাদনাকে কাজে লাগানোর উদ্দেশ্যেই সাংহাইয়ের রেনিজি হাসপাতাল শুক্রাণুর বিনিময়ে আইফোন সিক্সএস দেওয়ার প্রস্তাব দিয়েছে।
তারা প্রচার করছে, কিডনি বিক্রি না করে শুক্রাণুর বিনিময়েই পাওয়া যাবে আইফোন সিক্সএস।
হাসপাতালটি বলছে, মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ ব্যক্তিরা শুক্রাণু প্রদান করলেই পাবেন ছয় হাজার ইউয়ান যা একটি নতুন আইফোন সিক্সএস কেনার জন্য যথেষ্ট। খবর : বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন