শুধু বিদেশি নয়, সব বাংলাদেশির নিরাপত্তা চায় ইইউ

কেবল বিদেশিদের নয়, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন অভিমত বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি প্রধান পিয়েরে মায়াদুর।
আজ বুধবার রাজধানীতে আন্তর্জাতিকবিষয়ক গবেষণা সংস্থা বিস আয়োজিত এক সেমিনারে পিয়েরে মায়াদুর বলেন, গুলশানই একমাত্র বাংলাদেশ নয়। এ দেশের মানুষ ইউরোপীয় ইউনিয়নের কাছে অনেক গুরুত্ব বহন করে।
মায়াদুর বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশের রূপান্তরিত হওয়ার যে টার্গেট করেছে সেজন্য বেশ কিছু চ্যালেঞ্জ পারদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাঁর মতে, বাংলাদেশের সামনে বড় দুটি চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ।
অনুষ্ঠানে দেশের বেশ কয়েকজন সাবেক কূটনীতিক উপস্থিত ছিলেন।
পিয়েরে মায়াদুর বলেন, ‘গুলশান-২ একমাত্র বাংলাদেশ নয়। গুলশান ২-এ হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে আমাদের অবস্থান হলো এমন নিরাপত্তা ব্যবস্থা সব বাংলাদেশির জন্য করা হোক। আমরা ইউরোপীয় ইউনিয়ন এখানে আছি ১৬ কোটি মানুষের সঙ্গে কাজ করার জন্য। আমরা মনে করি, এটাই আমাদের সম্মান এবং পবিত্র দায়িত্ব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন