শুধু বিদেশি নয়, সব বাংলাদেশির নিরাপত্তা চায় ইইউ

কেবল বিদেশিদের নয়, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন অভিমত বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধি প্রধান পিয়েরে মায়াদুর।
আজ বুধবার রাজধানীতে আন্তর্জাতিকবিষয়ক গবেষণা সংস্থা বিস আয়োজিত এক সেমিনারে পিয়েরে মায়াদুর বলেন, গুলশানই একমাত্র বাংলাদেশ নয়। এ দেশের মানুষ ইউরোপীয় ইউনিয়নের কাছে অনেক গুরুত্ব বহন করে।
মায়াদুর বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশের রূপান্তরিত হওয়ার যে টার্গেট করেছে সেজন্য বেশ কিছু চ্যালেঞ্জ পারদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাঁর মতে, বাংলাদেশের সামনে বড় দুটি চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ।
অনুষ্ঠানে দেশের বেশ কয়েকজন সাবেক কূটনীতিক উপস্থিত ছিলেন।
পিয়েরে মায়াদুর বলেন, ‘গুলশান-২ একমাত্র বাংলাদেশ নয়। গুলশান ২-এ হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে আমাদের অবস্থান হলো এমন নিরাপত্তা ব্যবস্থা সব বাংলাদেশির জন্য করা হোক। আমরা ইউরোপীয় ইউনিয়ন এখানে আছি ১৬ কোটি মানুষের সঙ্গে কাজ করার জন্য। আমরা মনে করি, এটাই আমাদের সম্মান এবং পবিত্র দায়িত্ব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন