শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুধু মাএ চাকরির আশায় নারীতে রূপান্তর

এই একবিংশ শতাব্দীতে চাকরি যেন ‘সোনার হরিণ’। বিশ্বের অনেক দেশের জন্যই কথাটি নির্মম সত্য। চাকরির জন্য অনেক কিছুই করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু চাকরির প্রত্যাশায় লি হো যা করেছেন, তা অনেকেই হয়তো কল্পনা করবেন না।

চীনের হুনান প্রদেশের জুনজু শহরের বাসিন্দা লি হো। বয়স ৩০ ছুঁয়েছে। একটি চাকরি অর্থাৎ আরেকটু ভালোভাবে বাঁচার আশায় তিনি ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছেন। হো মনে করেন, পুরুষের তুলনায় নারীদের চাকরির সুযোগ বেশি। আর এই ধারণা থেকেই কাজটি করেছেন তিনি।

এ জন্য তার খরচ হয়েছে প্রায় সাড়ে চার হাজার ইউরো। এমনিতে বেকার, এত টাকা তিনি পাবেন কোথায়? যে কারণে ঋণের টাকা দিয়ে তাকে কাজটি করতে হয়েছে। মনে আশা তাতে যদি এবার চাকরিটা মেলে। যদিও পরিবারের তোপের মুখে কয়েক মাস পরেই তিনি ইমপ্লান্ট অপসারণ করতে বাধ্য হয়েছেন।

পিপলস ডেইলি অনলাইনের অঙ্গ প্রতিষ্ঠান হুয়ানকিউ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের আগস্টে ব্রেস্ট ইমপ্লান্টের জন্য চাংশা যান হো। এরপর পরিবার যখন তার সার্জারির বিষয়টি জানতে পারে তখন গত ২৬ সেপ্টেম্বর তিনি ইমপ্লান্ট অপসারণ করেন।

হুনানদুশি ডটনেটকে তিনি জানান, তার চাকরির অভিজ্ঞতা খুব নেই। গত কয়েক বছর ধরে তিনি চাকরি খুঁজছেন। কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়েই নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে বিষয়টি জানার পর ভীষণ ক্ষিপ্ত হন লি হোয়ের মা। তিনি আরো ক্ষিপ্ত হন যখন জানতে পারেন ছেলে সার্জারির জন্য ৩৯ হাজার ইউয়ান ঋণ নিয়েছে।

একটি ভিডিও রিপোর্টে তার মা বলেন, ‘আমি খুবই ভয় পেয়েছিলাম। এটা কীভাবে সম্ভব? আমি বলতে পারব না কতদিন আমি আমার ঘরে কেঁদেছি।’

তিনি জানান, হোর তিন বছর বয়স থেকে কানে শোনার সমস্যা রয়েছে। এ ছাড়া অন্য মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তার সমস্যা রয়েছে। পরিবারকে না জানিয়ে এমন একটি সার্জারি করায় হাসপাতাল কর্তৃপক্ষকে দোষারোপ করেন তার মা।

তবে হাসপাতালের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘তার (হো) বয়স আঠারো বছর। তিনি ডকুমেন্টসে স্বাক্ষর করেছেন। এ বিষয়টির জন্য তিনিই দায়ী।’

লি হো গত ২ অক্টোবর আবারও বিষয়টি নিয়ে আলোচনার জন্য হাসপাতালে যান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ৩ হাজার ইউয়ান (৩৫০ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ