শুনানিতেও হাজির হননি, ওয়াসিম আকরামের নামে পরোয়ানা
আদালতে হাজির হতে পাকিস্তানি তারকা ক্রিকেটার ওয়াসিম আকরামের নামে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে করাচির স্থানীয় আদালত। গত ৩২টি শুনানিতে কোর্টে হাজির না হওয়ায় আকরামের নামে পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পত্রিকা দ্য ডন।
গত বছর আগস্টে আমিনুর রহমানসহ কয়েকজনের নামে বাহাদুরাবাদ পুলিশ স্টেশনে মামলা করেন ওয়াসিম আকরাম। মামলা করে একটি শুনানিতেও হাজির হননি তিনি।
জানুয়ারির ১৭ তারিখের আগে কোর্টে তাকে হাজির হতে নির্দেশ দিয়ে গতকাল পরোয়ানা জারি করেন বিচারক।
গত বছর ৫ আগস্ট করাচি জাতীয় স্টেডিয়ামে তরুণদের একটি পেস বোলিং ক্যাম্পে যাওয়ার সময় আকরামের মার্সিডিজ গাড়ির চাকায় গুলি করেন আমিনুর রহমান নামের এক ব্যক্তি। আকরামের গাড়ির সঙ্গে আমিনুরের গাড়ির ছোটো একটি ধাক্কা লাগায় আকরাম চটে যান। সামনের গাড়ি ‘পিষে দিতে’ ড্রাইভারকে নির্দেশ দেন।
ওই সময় নিজের গাড়ির পেছন সিটে বসা ছিলেন আমিনুর। আকরামের চেঁচামেচি শুনে গাড়ি থেকে বের হয়ে রাগের মাথায় চাকায় গুলি করেন।
পরে রহমানের নামে আকরাম মামলা করেন। এক পর্যায়ে রহমান আদালত থেকে জামিন নিয়ে সব শুনানিতে অংশ নেন। কিন্তু আকরামের খোঁজ নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন