সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হোয়াইট ওয়াশ বাংলাদেশঃ নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন যা বললেন অবশেষে

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ক্রিকেট সমালোচকরা বলছেন, টেস্টেও ন্যূনতম প্রতিরোধ গড়তে পারবে না বাংলাদেশ। তবে এমনটা মনে করছেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই দলপতি জানিয়েছেন, একটা ম্যাচও জিততে না পারলেও বাংলাদেশ প্রতিটি ম্যাচেই চাপে রেখেছে তাঁদের। প্রথম টেস্টের আগের দিন করা সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘প্রতিটি ম্যাচেই দারুণ খেলেছে তারা। হয়তো ফলাফলটা তাদের পক্ষে যায়নি, তবে চাপ সৃষ্টি করেছিল দলটি।’

কিউই অধিনায়ক মনে করেন, টেস্টেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়বে মুশফিকের দল। তিনি বলেন, ‘তাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশ কয়েকজন প্রতিভাবান পেসার রয়েছেন। আগে এ ধরনের কন্ডিশনে খেলেনি বলেই কিছুটা পিছিয়ে। তবে আশা করছি, টেস্টে দারুণ করবে তারা।’ বাংলাদেশের পেসারদের নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছেন স্বাগতিক অধিনায়ক। ‘ওদের পেসাররা অনেক গতিতে বল করেন। এই কন্ডিশনে তাঁরা চাপে ফেলতে পারেন আমাদের।’

কেন উইলিয়ামসন আরো মনে করেন, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেটের মতো টেস্টেও একদিন বিশ্ব কাঁপাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ দলটা তরুণ। আর কিছু ম্যাচ খেললে অনেক ভালো ক্রিকেটারে পরিণত হবে তারা।’ বাংলাদেশের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বলে জানান কিইউ দলপতি, ‘আগেই বলেছি, দলটা তরুণ ও প্রতিভাবান। তাই তাদের বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে আমাদের।’

টেস্ট সিরিজে ফিরছেন কিউই দলের অন্যতম ব্যাটিংস্তম্ভ রস টেলর। টি-টোয়েন্টি সিরিজ মিস করায় হতাশা ব্যক্ত করেছেন এই ক্রিকেটার। গত মাসের প্রথম দিকে চোখের অপারেশনের কারণে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি রস টেলর। টি-টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল তাঁর। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ মাইক হেসন। তবে সিরিজটা মিস করায় হতাশা ব্যক্ত করেন টেলর, ‘একজন ক্রিকেটার হিসেবে আপনি সব সময়ই খেলতে চাইবেন। বসে থাকাটা হতাশার। তবে সুস্থতা সবার আগে।’

টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ এক রেকর্ডের সামনে রয়েছেন রস টেলর। আর একটি মাত্র সেঞ্চুরি করলেই দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান মার্টিন ক্রোর পাশে বসবেন টেলর। ১৭ সেঞ্চুরি করে টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রো। আর একটি সেঞ্চুরি হলে সাবেক অধিনায়কের পাশে বসবেন টেলর। আর দুটো শতক হলে দেশের পক্ষে সর্বোচ্চ শতক করা রেকর্ড গড়বেন এই ডান হাতি ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন টেলর। চোখের অপারেশনের আগে ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। সুস্থ হয়ে মাঠে ফিরেও রান পেয়েছেন। নিউজিল্যান্ড ঘরোয়া ক্রিকেটে ৮০ ও ৮২ রানের দুটি ভালো ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটা হবে বেসিন রিজার্ভে। এই মাঠে টেলরের রেকর্ডটা দারুণ। গত দুটি সিরিজেই এখানে শতকের দেখা পেয়েছেন তিনি।

টেলর জানালেন, ঘরের মাঠে টেস্ট সিরিজে ফেভারিট নিউজিল্যান্ডই। তবে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘তারা খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায়নি, তাই এখানে খেলাটা সহজ হবে না। তবে তাদের সহজে নেওয়াটা ঠিক হবে না। কারণ, দলটিতে দারুণ কয়েকজন ক্রিকেটার আছে।’

আগামীকাল ভোর ৪টায় ওয়েলিংটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা