শেরপুরে টর্নেডোর আঘাতে ২৭টি ঘরবাড়ি লণ্ডভণ্ড
শেরপুরের ঝিনাইগাতীর ছোট গজনী গ্রামে টর্নেডোর আঘাত ২৭টি ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে এ টর্নেডো আঘাত হানে।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন দুপুরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর জন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে টর্নেডো আঘাত হানে। এতে গ্রামটির নয়টি বাড়ি সম্পূর্ণরূপে ও ১৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ে। তবে কোন হতাহতের সংবাদ জানা যায়নি।
ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণ করা হচ্ছে। এটি জেলা প্রশাসনের নিকট পাঠানো হবে। তারপর নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন