শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মালয়েশিয়া কারাগারে বিপুলসংখ্যক বাংলাদেশি বন্দীদের মধ্যে মৃত ১৭

মালয়েশিয়ার কারাগারে গত দুই বছরে ১৭ জন বাংলাদেশি মারা গেছেন। ভাগ্য ফেরানোর স্বপ্নে বিভোর হয়ে তারা বিদেশে কর্মসংস্থানের আশায় মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছিলেন জমি বিক্রি বা বন্ধক রেখে আনা টাকা। পাচারকারীদের দেওয়া ভুয়া কাগজপত্র নিয়ে বিদেশে যাওয়া সম্ভব হলেও চাকরি নামের সোনার হরিণ তাদের কাছে ধরা দেয়নি।

মালয়েশীয় পুলিশের হাতে ধরা পড়ে সে দেশের জেলখানায় তাদের ঠাঁই হয়েছে। মালয়েশীয় কারাগারে দুই বছরে যেসব বাংলাদেশি মারা গেছেন তারা যে স্বাভাবিক মৃত্যুবরণ করেননি তা ফুটে উঠেছে সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ার কারাগারে গত দুই বছরে ১৭ জন বাংলাদেশিসহ ১১৮ জন মারা গেছেন। যাদের ৫০ জনের মৃতের কোনো কারণ জানা যায়নি। বাদবাকি যারা অসুস্থ হয়ে মারা গেছেন তারাও নানা পর্যায়ে নির্যাতনের শিকার হয়েছেন। মালয়েশিয়া কারাগারে বিপুলসংখ্যক বাংলাদেশি বন্দী রয়েছেন। অবৈধভাবে বিদেশে গিয়ে বন্দী হওয়া বাংলাদেশির সংখ্যা কয়েক হাজার বলে ধারণা করা হয়। অবৈধভাবে বিদেশে যাওয়ার কসরত চালাতে গিয়ে এ পর্যন্ত কত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন তার সঠিক তথ্য-উপাত্ত জানা সত্যিকার অর্থে কঠিন। তবে ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে শত শত হতভাগ্য বাংলাদেশিকে যে প্রাণ হারাতে হয়েছে তা বিভিন্ন সংবাদ সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলোর কল্যাণে বিশ্ববাসীর জানা।

পাচারকারীরা পাচারের শিকার হতভাগ্য যুবকদের একাংশকে জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে তাদের পরিবারের কাছ থেকে। এদের একাংশকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে থাইল্যান্ড ও মালয়েশীয় মাছ ব্যবসায়ীদের কাছে। মালয়েশিয়ার কারাগারগুলোতে বন্দীদের মৃত্যুর ঘটনা নিয়ে রয়টার্স যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে স্পষ্টভাবে অনুমান করা যায় যারা অবৈধভাবে সে দেশে গেছেন, তারা শুধু কারাগারেই ঠাঁই পাচ্ছেন না, নির্যাতনেরও শিকার হচ্ছেন। আমরা আশা করব বিদেশের কারাগারে বন্দী বাংলাদেশিদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার ত্বরিত পদক্ষেপ নেবে। বিশেষত মালয়েশিয়ার কারাগারে যারা বন্দী আছেন তাদের দেশে ফিরিয়ে আনতে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টাবিস্তারিত পড়ুন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। শনিবার এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞাবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান

বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেবিস্তারিত পড়ুন

  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত
  • পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
  • যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন তুরস্কের প্রেসিডেন্ট
  • থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত