শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল শ্রীলংকা

শেষ পর্যন্ত শ্রীলংকার মাটিতে হোয়াইটওয়াশই হতে হলো অস্ট্রেলিয়াকে। ৩৮ বছর বয়সী স্পিনার রঙ্গনা হেরাথের ১৩ উইকেট দখলের নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে হারিয়ে প্রথমবারের মত শীর্ষ কোন দেশকে হোয়াইটওয়াশের কৃতিত্ব দেখালো শ্রীলঙ্কা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) মাঠে জয়ের জন্য ৩২৪ রানে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গতকাল পঞ্চম ও শেষ দিনে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা তৃতীয়বার উপমহাদেশের দলগুলোর কাছে টেস্ট সিরিজে সব ম্যাচেই হারল অস্ট্রেলিয়া।

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শন মার্শ কাল শুরুতে অস্ট্রেলিয়াকে কিছুটা আশা দেখান। তবে এ জুটি ভেঙ্গে গেলে সব আশা শেষ হয়ে যায়। বাঁহাতি স্পিনার হেরাথ একাই সাত উইকেট নেন এদিন। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ছয় উইকেট। চতুর্থ ইনিংসে এ নিয়ে আটবার পাঁচ উইকেট নিলেন লঙ্কান বোলার।

দুই কিংবদন্তি স্পিনার মুরালিধরন ও শেন ওয়ার্ন চতুর্থ ইনিংসে এ কৃতিত্ব দেখিয়েছেন সাতবার করে। এর বাইরে পাঁচবার করে আছে বিষেণ সিং বেদি, ওয়াসিম আকরাম, অনিল কুম্বলে ও গ্লেন ম্যাকগ্রার। মুরালিধরনের পর সবচেয়ে বেশি দেশের বিপক্ষে এক ম্যাচে ১০ উইকেট নেয়ার কীর্তিও দেখালেন হেরাথ।

শ্রীলঙ্কা আগের দিনের সঞ্চয় ৩১২/৮ নিয়ে খেলতে এসে কাল আর কোন উইকেট খোয়ায়নি। ধনাঞ্জয়া ডি সিলভা অর্ধশতক পূরণের পর (অপরাজিত ৬৫) ৩৪৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় স্বাগতিকরা। এরপর সবটুকু আলো কেড়ে নেন হেরাথ।

সেই ১৯৮১ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বড় কোন দলের বিপক্ষে শ্রীলংকার প্রথম হোয়াইটওয়াশে বড় ভূমিকা রাখেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা এবং দ্বিতীয় ইনিংসে কৌসল সিলভা (১১৫)।

হেরাথ ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব সিরিজ হন। বয়সকে অগ্রাহ্য করে তিন টেস্টের এ সিরিজে ২৮ উইকেট নিয়েছেন হেরাথ। এর আগে টেস্ট ক্রিকেটে শ্রীলংকা কেবলমাত্র এক ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছিল। টেস্টের পর ২১ আগস্ট থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। এএফপি/ইএসপিএনক্রিকইনফো।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি