শেষ পর্যন্ত দুই স্তরের টেস্টে ক্রিকেট!

বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে দুই স্তরে টেস্ট ক্রিকেট আয়োজন করার, যা নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। মাঝখানে এই আলোচনা কিছুটা বন্ধ হলেও বিষয়টি এখন শুধু আলোচনায় আসেনি, আইসিসির প্রধান নির্বাহী কমিটি এই আয়োজনে নাকি সায় দিয়েছে।
অবশ্য আইসিসির বোর্ডের এখনো অনুমোদন মেলেনি বিষয়টির। বোর্ড অনুমতি দলে ২০১৯ সাল থেকে নতুন কাঠামোয় দেখা যাবে টেস্ট ক্রিকেট। তা ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিও নতুন কাঠামোয় হতে পারে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ২০১৯ থেকে দুই বছর মেয়াদি টেস্ট লিগ হবে। সেখানে সেরা নয়টি দল নিজেদের মধ্যে খেলবে। আর র্যাংকিংয়ে নিচের তিনটি দল তাদের মধ্যে। এই মুহূর্তে টেস্ট র্যাংকিংয়ের ১০ নম্বর দল জিম্বাবুয়ে, তাদের সঙ্গে যুক্ত হতে পারে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
র্যাংকিংয়ের সেরা নয় দল দুই বছরের মধ্যে অন্তত একবার প্রত্যেকে নিজেদের মধ্যে খেলবে। সেরা দুই দল মুখোমুখি হবে প্লে-অফে। পূর্ণ সদস্য দেশগুলোর এর বাইরেও দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারবে।
আর ওয়ানডে লিগে হবে তিন বছর মেয়াদি, খেলবে ১৩ দেশ। ১০টি টেস্ট খেলুড়ে দেশ এবং আয়ারল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন দল। এই সময়ে প্রতিটি দল নিজেদের এবং প্রতিপক্ষের মাঠে একটি করে সিরিজ খেলবে।
এখন থেকে চার বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। সেই হিসেবে পরের দুটি আসর হওয়ার কথা ২০২০ ও ২০২৪ সালে। তবে ২০১৮ ও ২০২২ সালে আরো দুটি বাড়তি বিশ্বকাপ আয়োজনের আলোচনাও উঠেছে আজ শুরু হওয়া আইসিসির বোর্ড সভায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন