শেষ মুহূর্তে বাংলাদেশ-ভারত টেস্ট নিয়ে অনিশ্চয়তা
আগামী ৮-১২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই টেস্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশেন (এইচসিএ) এই ম্যাচটি আয়োজন করতে পারবে না বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছে। কারণ হিসেবে এইচসিএ জানিয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত অর্থ তাদের হাতে নেই।
অন্যদিকে, তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনিসিএ) বিসিসিআইকে জানিয়ে দিয়েছে যে, তারা চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দুইটি অনূর্ধ্ব-১৯ টেস্ট ম্যাচ আয়োজন করতে পারবে না। এই ম্যাচ দুইটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৩-১৬ ফেব্রুয়ারি ও ২১-২৪ ফেব্রুয়ারি।
আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারত। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে পুনে, ব্যাঙ্গালোর, রাঁচি ও ধর্মশালায়।
এবারই প্রথম বাংলাদেশকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছিলো ভারত। তবে, শেষ মুহূর্তে এসে সেটিও পড়ে গেল অনিশ্চয়তার মধ্যে। সূত্র: দ্য হিন্দু
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন