শেষ ম্যাচে আমিরাতের সামনে ভারত
টানা তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। টানা তিন ম্যাচ হেরে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে আরব আমিরাতেরও। সুতরাং, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিয়ম রক্ষার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং আরব আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইড বেঞ্চকে দেখে নেয়ার বড় সুযোগ ভারতীয় দলের সামনে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাওয়া ভারতীয় দলের প্রথম ১১ ক্রিকেটারকে বড় পরীক্ষার মুখে পড়তে হয়েছে বার বার। বিশেষ করে দলের ব্যাটসম্যানদের। মিরপুরের সবুজ পিচে মুখ থুবড়ে পড়তে হয়েছে সব দলের ব্যাটসম্যানদেরই। তার মধ্যে থেকেই নিজেদের প্রমাণ করেছেন বিরাট কোহলি, যুবরাজ সিংহরা।
এবার তাদের দেখে নেয়ার পালা যারা এই আসরে তেমন খেলার সুযোগ পাননি। বৃহস্পতিবার আরবদের বিরুদ্ধে ভারতের ম্যাচ শুধুই নিয়মরক্ষার। এশিয়া কাপ ফাইনালের প্রস্তুতি ম্যাচও বলা যেতে পারে। যদিও মহেন্দ্র সিংহ ধোনি দলের ঘন ঘন পরিবর্তনের পক্ষে নন। বরং উইনিং কম্বিনেশন ধরে রাখতেই বেশি পছন্দ করেন তিনি। তবে তিনি নিজেই একথা জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ তাদের যারা এখনও খেলার সুযোগ পাননি। তার মানে তিন থেকে চারটি পরিবর্তন হতেই পারেন ইউএই-র বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে।
সেই তালিকায় অবশ্যই থাকবেন অজিঙ্কা রাহানে। যিনি পাকিস্তানের বিরুদ্ধে শিখর ধাওয়ান না থাকায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। এছাড়া হরভজন সিংহ, পবণ নেগি এবং ভুনেশ্বর কুমার রয়েছেন এই তালিকায়। যাদের শেষ লিগ ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সম্ভবনা প্রবল।
ধোনি বলেন, ‘প্রথম একাদশে পরিবর্তন তো হবেই পরের ম্যাচে; কিন্তু কতজন সেটা এখনও ঠিক করিনি। কারণ, দলের শক্তি ও ব্যালান্সটাও ঠিক রাখতে হবে।’ আসলে পরীক্ষা-নিরিক্ষা করতে গিয়ে দলকে বিপদেও ফেলতে চাইছেন না অধিনায়ক।
তবে তিনি এটা নিশ্চিত করে দিলেন যারা সুযোগ পাননি তাদের বেশিরভাগ খেলোয়াড়কেই প্রথম দলে সুযোগ দেওয়া হবে। বলেন, ‘আমার মনে হয় বেশিরভাগ খেলোয়াড়ই সুযোগ পাবে এই ম্যাচে। তবে এটা নিশ্চিত নই যারা বাইরে বসে ছিল এতদিন তারা সকলেই সুযোগ পাবে কি না। তবে চেষ্টা করা হবে যত বেশি জনকে সুযোগ দেওয়া যায় সেদিকে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন