শেষ হয়ে যাচ্ছে শাবনূরের দাম্পত্য জীবন!

গোপনে বিয়ে করে কয়েকমাস পর শাবনূর স্বামী অনিককে নিয়ে মিডিয়ার সামনে এসেছিলেন। তখন তাদের সুখী দম্পতিই মনে হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, তাদের সংসার জীবন নাকি ভালো যাচ্ছে না।
তাহলে কি সালমার ও সারিকার পর এবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সংসারও ভাঙা শুরু হচ্ছে? ২০১২ সালের ২৮শে ডিসেম্বর গোপনে বিয়ে করেন শাবনূর।
বিয়ের পর বেশ কয়েকবার অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাওয়া আসা করেছেন শাবনূর। দিয়েছেন নিয়মিত কাজের প্রতিশ্রুতি। কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু কাজ শুরু করেননি। চলতি বছরের মার্চে শাবনূর দেশে ফেরার পর নিয়মিত কাজ করার ঘোষণা দিলেও তা বাস্তবে ঘটেনি। তার অভিনীত শেষ ছবি মুক্তি পেয়েছিল প্রায় তিন বছর আগে।
নিয়মিত কাজের ঘোষণা দিয়েও গত কয়েকমাস ধরে শাবনূর দেশের শোবিজ অঙ্গনের সঙ্গেই যোগাযোগ রাখেননি। সংসারে চলা অশান্তিই নাকি তার কারণ। কিন্তু এ বিষয়ে শাবনূরের পরিবার এখনো মুখ খোলেনি। তাই খবরটি সত্যি, নাকি শুধুই গুঞ্জন তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্বামী অনিকের সঙ্গে শাবনূরের সংসার ভাঙার খবর চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের মুখ থেকেই বেশি ছড়াচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন