বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নিউজিল্যান্ডেদের বিপক্ষে বাংলাদেশের ২২ সদস্যের দল ঘোষণা

এই মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। গত ৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সে স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল পরিবর্তন আসছে দলে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ জনের খেলোয়াড় তালিকা প্রকাশ করে বিসিবি। একাদশে রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও। ইনজুরি থেকে ফিরে খেলার মতো ফিট আছেন বলে জানান দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এছাড়া আছেন ইনজুরিতে পড়া আরেক পেসার ইবাদত হোসেনও। এ দুই তরুণের অন্তর্ভুক্তি নিয়ে নান্নু বলেন, ‘আমাদের প্রধান চিকিৎসক ও ফিজিও আমাদের জানিয়েছে- দলে শহীদ ছাড়া কেউ ইনজুরিতে নেই। বাকিরা খেলার মতো ফিট আছে। তাই মোস্তাফিজ ও ইবাদত অস্ট্রেলিয়ায় যাচ্ছে।’ যথারীতি জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেন, পেসার কামরুল ইসলাম রাব্বি ও আল আমিন হোসেনের।

আর নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেন ২২ জনে থাকলেও তারা যাচ্ছেন ডেভোলপমেন্ট পারফরমার হিসেবে।

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড :

তামিম ইকবাল,

ইমরুল কায়েস,

মমিনুল হক,

মাহমুদউল্লাহ রিয়াদ,

সাকিব আল হাসান,

মুশফিকুর রহীম,

সৌম্য সরকার,

মোসাদ্দেক হোসেন সৈকত,

নুরুল হাসান সোহান,

মেহেদী হাসান মিরাজ,

শুভাগত হোম,

নাজমুল হোসেন শান্ত,

তাইজুল ইসলাম,

মাশরাফি বিন মর্তুজা,

মোস্তাফিজুর রহমান,

তাসকিন আহমেদ,

শফিউল ইসলাম,

শুভাশীষ রায়,

রুবেল হোসেন,

এবাদত হোসেন ও তানভির হায়দার।

এই সংক্রান্ত আরো সংবাদ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র

তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্টবিস্তারিত পড়ুন

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল