শেয়ালের সঙ্গে মানুষের প্রেম! হাসঁ-মুরগীর সঙ্গে অভিনব বন্ধুত্ব!
জঙ্গলে নয়, বাড়িতেই বাস করে শেয়াল। মানুষের সাথে বিছানাতেই ঘুমায়। খাওয়া-দাওয়াও করে সবার সঙ্গে- ভাত, ডাল, মাছ সবই খায়। আবার সুযোগ পেলেই এর-ওর কোলে চেপে টো টো করে পাড়াও ঘুরে! এ কোন রূপকথার গল্প নয়, প্রতিবেশি ভারতে এমন ঘটনা ঘটেছে।
দেশটির বীরভূমে মাঠের কাজ করতে গিয়ে তিন বছর আগে শেয়ালটিকে বাড়িতে নিয়ে আসেন দিনমজুর মিঠুন কোড়া। পরে সেখান থেকে এসেছেন বর্ধমানে। সঙ্গে এসেছে বকুলও। কিন্তু কেউ কেউ তখন বলাবলি করে, আদিখ্যেতা দেখে আর বাঁচিনা, শেষে কি না শেয়াল।
তবে গত তিনবছর ধরে প্রতিবেশীর বাড়িতে পোষ্য হিসেবে শেয়াল দেখতে অভ্যস্ত হয়ে গেছেন বর্ধমান শহরের বীরহাটা এলাকার বাসিন্দারা। ঘটা করে নামও রাখা হয়েছে তার, বকুল। এ নামে ডাকলেই সে ফিরে তাকায়, মন চাইলে দৌড়ে এসে কোলে উঠে।
মিঠুন কোড়া জানান, প্রথম প্রথম পাড়ার সবাই বকুলের কাছ থেকে বেশ দূরে দূরে থাকতো। কিন্তু এখন আর কোনো অসুবিধে নেই। কেউ কেউ বাড়িতে ভালোমন্দ রান্না করলেই বকুলকে খাইয়ে যায়। কেবল কি মানুষ, পাড়ার কুকর, ছাগলদের সঙ্গেও বকুলের ভাব হয়েছে। বন্ধুত্ব পাতিয়েছে হাসঁ-মুরগীর সঙ্গেও!
তবে বকুলের সেই সুখে বাধা হয়ে দাঁড়াচ্ছে বন অধিদপ্তর। তাদের কানে ইতিমধ্যেই বকুলের খবর পৌঁছে গেছে। বর্ধমান বন কর্মকর্তা অজয় কুমার দাস জানিয়েছেন, খুব দ্রুত শিয়ালটিকে উদ্ধার করে বনে ফেরানো হবে।
যা শুনে ঘুম নেই মিঠুন ও তার পরিবারের। বকুলকে হারাতে চান না তার প্রতিবেশীরাও। আর পাড়ার শিশুদের ভালো বন্ধু যে সে! তাকে ছাড়া থাকবে কি করে সবাই।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন