শৈলকুপায় “বন্দুকযুদ্ধে” এক অপহণকারী গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধে এক অপহণকারী গুলিবিদ্ধ, অপহৃত কলেজ ছাত্র উদ্ধার ও পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোর রাত ৩ টার দিকে। গুলিবিদ্ধ অপহরণকারী আশরাফুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে উপজেলার নলখোলা গ্রামের হাকিম আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মৃত আসাদুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে আরিফুল ইসলাম (২২) কে গত ১০ ফেব্রুয়ারী নিজ গ্রাম থেকে অপহরণ করা হয়।
এরপর অপহরণকারীরা পরিবারের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তিতে অপহরণকারীরা শৈলকুপার শহীদনগর বাজারের পাশের একটি বাড়িতে ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে। পুলিশ ওই বাড়ি ঘিরে অপহরণকারী আশরাফুলকে হাতে নাতে আটক করে এবং অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করে।
ওসির ভাষায় শৈলকুপা থানায় আসার পথে রাত ৩ টার দিকে হরিহরা গ্রামের ইট ভাটার নিকট আসা মাত্র অপহরনকারী দলের সদস্যরা আশরাফুলকে ছিনিয়ে নেওয়া জন্য পুলিশকে লক্ষ্য করে বোমা মারে ও গুলি চালায়। পালানোর চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালালে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় আশরাফুল।
পুলিশের দেয়া তথ্য মতে শাসক দলের দাপট এবং স্থানীয় চিহ্নিত কয়েক নেতার ছাত্রছায়াতে দীর্ঘ দিন ধরে আশরাফুল মাদক ও অপহরণ ব্যবসা করে আসছিল। গত ১০ তারিখে মহেশপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম বন্ধু শামিমের সঙ্গে গুলিবিদ্ধ আশরাফুলের বাড়িতে আসে। এর পর কৌশলে কলেজ ছাত্র আরিফকে জিম্মি করে পরিবারের কাছে চাঁদা দাবী করা হয়। অভিযানের সময় শামিম পালিয়ে যেতে সক্ষম হয় বলে ওসি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন