শৈশবে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন বলিউডের অ্যাকশন হিরো অক্ষয়!

তাকে বলা হয় বলিউডের অ্যাকশন হিরো। নাম অক্ষয় কুমার হলেও, সকলে তাকে ‘খিলাড়ি কুমার’ নামে ডাকতেই বেশি পছন্দ করেন। কিন্তু সেই অক্ষয়কেও শৈশবে সইতে হয়েছিল শারীরিক হেনস্থা।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তার ছোটবেলার সেই দুর্ঘটনার কথা অক্ষয় নিজেই জানিয়েছেন এক অনুষ্ঠানে। তখন তার বয়স মাত্র ছয় বছর। এক প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন তিনি। সে বাড়ির লিফট-চালক হঠাতই তাঁর নিতম্বে হাত দেয়। ব্যাপারটা তার স্বাভাবিকবভাবেই ভাল লাগেনি।
এরপর তিনি তার বাবাকে জানান ঘটনা সম্পর্কে। অক্ষয়ের বাবা, হরি ওম ভাটিয়া ওই লিফট-চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করলে জানা যায় যে, শিশুদের সঙ্গে আগেও এমন অভব্য আচরণ করেছে ওই ব্যাক্তি।
অক্ষয় জানান, ওই ঘটনা তার শিশুমনে এমনই প্রভাব ফেলে যে তিনি এখনও পর্যন্ত ‘বাম’ শব্দটি উচ্চারণ করতে পারেন না। যে অনুষ্ঠানে অক্ষয় এই কথাগুলি বলেন, সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি এই আবেদনও করেন, প্রত্যেকের উচিৎ মহিলা ও শিশুদের উৎসাহ দেওয়া যাতে তারা পরিবারের কাছে অবাঞ্ছিত কোনও ঘটনা যেন গোপন না করে। তা হলেই দোষী ব্যাক্তি সাজা পাবে এবং আগামী দিনে এমন ধরনের কাজ থেকে বিরত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন