শ্বশুরবাড়িতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নাজিরা ফকিরপাড়া এলাকায় মোর্শেদা (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার কুড়িগ্রাম সদর হাসপাতালে এসে মোর্শেদার বাবা আবদুর রহমান মেয়ের লাশ দেখেন।
মোর্শেদার বাবার বাড়ি জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের হাজিপাড়া গ্রামে।
আবদুর রহমান জানান, সাত বছর আগে বেলগাছা ইউনিয়নের নাজিরা ফকিরপাড়া এলাকার মো. সোহেল মিয়ার (৩২) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর জামাই সোহেলের চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাঁধুনি (কুক) পদে চাকরির ব্যবস্থা করা হয়। বিয়ের এক বছর না যেতেই মোর্শেদার ওপর সোহেলসহ তাঁর পরিবারের সদস্যরা নির্যাতন শুরু করেন। মেয়েকে নিজের বাড়িতেই রেখে দেন বাবা। এরপর সোহেল নির্যাতন করবেন না জানিয়ে মোর্শেদাকে তাঁর বাড়িতে নিয়ে যান। তবু সোহেল, তাঁর বড় ভাই আতা, মা ছকিনা বেগম, দুই বড় বোন চায়না ও বিউটি, ছোট ভাই সাজু মিয়া মোর্শেদাকে মারধর করতেন।
নিহত মোর্শেদার বাবা জানান, গত শনিবার সোহেলের ভাই আতা, দুই বোন ও মা মিলে মোর্শেদাকে মারধর করেন। এ সময় সোহেল চাকরিস্থল চট্টগ্রামে ছিলেন। মোর্শেদা চট্টগ্রামে স্বামীর কাছে যান। পরে তাঁকে কুড়িগ্রামে পাঠিয়ে দেন সোহেল।
আবদুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরের দিকে মোর্শেদা শ্বশুরবাড়িতে গেলে আবারও আতা ও পরিবারের সদস্যরা মোর্শেদাকে মারধর করেন। বিকেল ৩টার দিকে মোর্শেদার মা মল্লিকা বেগম ফোন দেন। এ সময় মোর্শেদা বলেন, ‘মা ওরা আমাকে মনে হয় মেরে ফেলবে।’ একই দিন সন্ধ্যায় সোহেল মোবাইল ফোনে আবদুর রহমানকে জানান, মোর্শেদা হাসপাতালে মারা গেছেন।
কুড়িগ্রাম সদর হাসপাতালের সূত্র জানায়, মোর্শেদাকে জরুরি বিভাগে নিয়ে লোকজন দায়িত্বরত চিকিৎসককে জানান, এই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান শিপন জানান, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মোর্শেদাকে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত হিসেবে পান।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলার ও তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার তিনবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
কুড়িগ্রামে মটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীরবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া, জামায়াত নেতাকে গণধোলাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া হাতেনাতে ধরা পড়ার পর একবিস্তারিত পড়ুন