শ্রমিক দিবসে খাবার খেয়ে অসুস্থ হয়ে ৩২ নির্মাণ শ্রমিক হাসপাতালে
রাজধানীর উত্তরা এলাকায় রাতের খাবার খেয়ে ৩২ নির্মাণ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
শ্রমিক ঈমান আলী বলেন, রবিবার রাত সাড়ে আটটার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের পঞ্চবটি এলাকায় ওই শ্রমিকেরা আলু, টমেটো ও ডিমের তরকারি দিয়ে ভাত খান। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। তারা রাউজকের নির্মাণাধীন একটি ভবনে শ্রমিকের কাজ করছিলেন বলে জানান ঈমান আলী।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তাদেরকে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে তাদের ফুড পয়েজিং হয়েছে।
অসুস্থ শ্রমিকরা হলেন- আবদুল কাউয়ুম (২৬), মোহাম্মদ আলী (২২), রাশেদুল ইসলাম (১৫), শাকিল (১২), রফিকুল ইসলাম (১৬), মাসুদ (১৭), ওয়াজকুরুনি (২১), আশিকুর রহমান (১৬),সবুজ (১৫), মজনু (১৫), আদেল (১৫), রাসেল (১৬), শেখ ফরিদ (১৫), পারভেজ (১০),নজরুল ইসলাম (২০), আবদুল মোতালেব (১৬), আবদুস সালাম (২০), নজরুল ইসলাম (১৫), আবদুল হালিম (১৭), রফিকুল ইসলাম (১৮), জাবেদ (১৮), মোহাম্মদ আলী (২০), আসাদুল ইসলাম (২২), আবুল কাশেম (২২), মনোহার (২০), মো. শফিক (১৯), আবুল কাশেম (২০), শফিক (১৭), এবং রাজু (১৫)।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন