শ্রীলংকা সফরঃ স্বরূপে ফিরতে মোস্তাফিজ কি করছেন ?
ইনজুরির আগে যেমনটা ছিলেন টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান, এখনও ঠিক তেমন নেই। সেই চেনা রূপটা যেন হারিয়ে গেছে। কারণ হিসেবে ক্রিকেটবোদ্ধারা বলছেন, অনেক দিন পর মাঠে ফিরেছে, স্বরূপে ফিরতে আরও কিছু দিন সময় লাগবে।
তবে মোস্তাফিজের চেষ্টার কমতি নেই। আগের মতো ছন্দে ফিরতে প্রাণপণ লড়াই করে যাচ্ছেন তিনি। ‘আমি প্রাণপণ চেষ্টা করছি। নেটে নিয়মিত অনুশীলন করছি। প্রতিদিনই টানা ছয়-সাত ওভার করে বোলিং করছি। খুব বেশি ব্যথা অনুভব হচ্ছে না। ’
শ্রীলংকা সফরের আগে নিজেকে শতভাগ ফিট করার আশাবাদ মোস্তাফিজের। ‘শ্রীলঙ্কা সফর নিয়ে আমি আশাবাদী। এ সময়ের মধ্যে নিজেকে শতভাগ ফিট করতে চাই।’
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে পিঠের ব্যথার ফলে শেষ কয়েকটি ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের। এমন ইনজুরির কারণে ভারত সফরেও প্রাথমিক দলে রাখা হয়নি ফিজকে।
গেল বছরটা দারুণ কেটেছে মোস্তাফিজের। দীর্ঘ নয় মাসের ইনজুরির ছোবল বাদ দিলে বাকি সময়টা ছিল মোস্তাফিজময়। পুরো বছরে অসংখ্য মুকুট উঠেছে মোস্তাফিজের শোকসে। দুহাত ভরে কুড়িয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ক্রিকেটবোদ্ধাদের প্রশংসা। এককথায় বছরজুড়েই ছিল মোস্তাফিজের কল্পকথা।
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১১টি ম্যাচে ৩০টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ২৩ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।
প্রসঙ্গত, ভারতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে মাশরাফি-মুশফিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন