মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রীলঙ্কার যে দুই ক্রিকেটারকে হুমকি মনে করছেন মাশরাফি

শ্রীলঙ্কায় এখন পর্যন্ত মাত্র ৪ টি ম্যাচ খেলেছেন টাইগারদের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে কম ম্যাচ খেললেও ঘরের মাটিতে যে লঙ্কানরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি ভালোই জানা আছে মাশরাফির।

তবে চলতি সফরে লঙ্কান ব্যাটসম্যানদের থেকে টাইগারদের বেশি ভোগাবেন বোলাররা বলে মনে করছেন টাইগার দলপতি।
আর বোলারদের কথা বলতে গিয়ে মাশরাফি নির্দিষ্ট করে বলেছেন লঙ্কান চায়নাম্যান স্পিনার লক্ষ্মণ সান্দাকান এবং পেসার লাহিরু কুমারার কথা।

টাইগার অধিনায়কের মতে এই দুই লঙ্কান বোলার তাঁর দলের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। এর আগে গল টেস্টে তামিম-সাকিবদের ভালোই ভুগিয়েছিলেন সান্দাকান।

যদিও কলম্বো টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। অন্যদিকে টাইগারদের শততম টেস্টে খেলেনননি পেসার লাহিরু কুমারা।

তবে ওয়ানডে স্কোয়াডের দলে আছেন সান্দাকান এবং কুমারা। সহায়ক উইকেট পেলে এই দুই বোলারেরই সামর্থ্য আছে ব্যাটসম্যানদের বিপদে ফেলার।

এই কারণেই তাদের সমীহ করছেন মাশরাফি। প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,

”ওরা খুব ভালো একটি দল। ওদের খুব ভালো কিছু বোলার আছে যারা দারুণ কিছু করতে পারে। সান্দাকান আছে। কুমারা প্রথম টেস্টে খেলেছে, তার গতি ১৪৫- এর মতো। ওরা সবাই খুব ভালো বোলার। ”

তবে লঙ্কান বোলারদের সামলানোর পাশাপাশি টাইগারদের জন্য বড় পরীক্ষা হবে সদ্যই টেস্ট খেলে ওয়ানডেতে নিজেদের মানিয়ে নেয়া।

অবশ্য টাইগার দলপতি বিশ্বাস করেন সীমিত ওভারের ক্রিকেটেও খুব একটা সমস্যা হবে না বড় স্কোর গড়তে। বলছেন,

”আমরা টানা পাঁচ টেস্ট খেলার পর ওয়ানডেতে খেলবো। ওয়ানডে দলে বেশিরভাগ খেলোয়াড় টেস্টেও ছিল। আশা করি, কোনো সমস্যা হবে না। প্রস্তুতি ম্যাচে খেলে দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব হবে। ”

ভালো খেলার জন্য নিজেদের মাঠে সেরাটা দিতে হবে বলেও উল্লেখ করলেন ম্যাশ। সিরিজের প্রথম ম্যাচ থেকেই ভালো খেলবে তাঁর দল বলেও আত্মবিশ্বাসী তিনি। বলছেন,

”টেস্ট খেলে এসে ওয়ানডে খেলা বড় কোনো সমস্যা নয়। মাঠে নিজেদের প্রয়োগ করতে হবে। ওদের বোলারদের বিপক্ষে রান করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ”

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির