বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ
সংসদ সদস্য লতিফের ছবিতে ছাত্রলীগের জুতাপেটা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে সংসদ সদস্য এম এ লতিফের ফেস্টুন লাগানোর ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ সর্বস্তরে তোলপাড় চলছে। নিজ দলের ভেতর থেকেই লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিচারের দাবি উঠেছে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর শহীদ মিনারে জাগ্রত ছাত্র ও যুবজনতার ব্যানারে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। এতে সংসদ সদস্য লতিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
অনুষ্ঠানে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমুসহ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে লতিফের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বন্দর নগরীর পতেঙ্গা, বিমানবন্দর থেকে আগ্রাবাদ পর্যন্ত বিভিন্ন স্থানে এ সব ফেস্টুন টানান। আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ফেস্টুনে ব্যবহার করা বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমণ্ডল বঙ্গবন্ধুর হলেও শরীর তাঁর নয়। অন্য কারো শরীরে কম্পিউটার কারসাজির মাধ্যমে মুখমণ্ডল যুক্ত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন