সখীপুরে চাঞ্চল্যকর এক ঘটনাঃ দুই দিনের ব্যবধানে দুই বোনকে বিয়ে করলো এক তরুণ!

টাঙ্গাইলের সখীপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। সেখানে দুই দিনের ব্যবধানে একই বরের সঙ্গে সহোদর দুবোনের বিয়ে হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র মতে, গত ২৬ ফ্রেব্রুয়ারি রবিবার উপজেলার প্রতীমাবংকী গ্রামের মোতালেব ভেন্ডারের মেয়ে প্রতীমাবংকী ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী অলি আক্তারের (১৩) সঙ্গে পাশের ভালুকা উপজেলার চানপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে প্রবাসী রেজাউল করিমের বিয়ে হয়।
পরের দিন সোমবার বৌভাত শেষে সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গেলে রাতেই তার স্ত্রী অলি আক্তার ‘প্রেমিকের’ হাত ধরে পালিয়ে যায়। এদিকে নাছোড়বান্দা স্বামী বউকে ছাড়া শ্বশুরবাড়ি ছাড়বে না স্পষ্ট জানিয়ে দেন। বাধ্য হয়ে রেজাউলের সঙ্গেই অলি আক্তারের সহোদর বড় বোন (তালাকপ্রাপ্ত) সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী পলির সঙ্গে বিয়ে দেওয়া হয়।
দুই মেয়ের বাবা মোতালেব ভেন্ডার বলেন, ফিরানীর দিন আমার ছোট মেয়ে অলি পালিয়ে গেলে বড় মেয়ে পলিকে ওই বরের সঙ্গে বিয়ে দিই। অলিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন